আরও পড়ুন: পাঞ্জা লড়াইয়ে মাতল আট থেকে আশি
ঝালদা পুরসভার সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ করে এই দিনটি পালন করলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ কর্মকার। এই বিষয়ে তিনি জানান, প্রতিবছরই আমরা গান্ধিজীর জন্মজয়ন্তী পালন করে থাকি। এ বছরও এলাকার মানুষদের সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান করা হয়। এরই পাশাপাশি যারা প্রতিনিয়ত ঝালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সেই সকল সাফাই কর্মীদের আমরা ধন্যবাদ জানিয়ে তাঁদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। তাঁরা যাতে সুস্থ থাকেন সেই কামনাই আমরা করলাম।
advertisement
এই দিন প্রায় ৩০ জন সাফাই কর্মীর হাতে বস্ত্র প্রদান করা হয়। এমন উদ্যোগে সাফাই কর্মীরা খুশি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদার প্রাক্তন পুরপ্রধান সুরেশ আগরওয়াল সহ বিশিষ্ট সমাজসেবীরা। তাঁরাও সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন। উল্লেখ্য দুই অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়।
শমিষ্ঠা ব্যানার্জি