এছাড়াও রঘুনাথপুর এলাকা থেকেও আরও দুই যুবক আসেন রক্তদান করার জন্য। ঐ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইদিন মোট ৪ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তদান করার পরে রক্ত দাতারা বলেন, সোশ্যাল মিডিয়ায় রক্তের সংকটের পোস্ট দেখে তারা রক্ত দান করার উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুনঃ মানবিকতার নজির, অসুস্থ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করলেন পৌর প্রধান
advertisement
এই প্রথমবার তারা রক্ত দান করলেন। আগামী দিনে মানুষ যাতে রক্তদান করতে এগিয়ে আসে তার জন্য আবেদন জানান তারা। সোশ্যাল মিডিয়ার দৌলাতে কিছুটা হলেও রক্তের ঘাটতি মিটেছে। আগামী দিনে আরও অনেক মানুষ এইভাবে রক্তদান করতে এগিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 22, 2022 11:00 PM IST