অন্যদিকে এদিনের ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চখে পড়ার মতো। বাঘমুন্ডি সোরাগডি হাই স্কুল ময়দানে ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। জেলা সম্মেলনের এই মঞ্চে, রাজ্য কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে, বাম দলগুলিকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা থেকে কলকাতায় আসছিল বাস, ধরল BSF! যা মিলল লাগেজে, হুঁশ উড়ে গেল সকলের
advertisement
নরেন বাবু এদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করে একগুচ্ছ অভিযোগ তোলেন। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, বেকারদের কাজ নেই। শিক্ষকতার মতো চাকরিও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আরও অভিযোগ তুলে তার দাবি, এ রাজ্যে নানা বিষয়ে দুর্নীতি চলছে। রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারীরা সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। বলেছেন, কেন্দ্রে কোম্পানি রাজ চলছে। বিক্রি হয়ে যাচ্ছে একের পর এক সরকারি সংস্থা।
আরও পড়ুন: একদিনে ২৫ জনের মৃত্যু! দেশের এই শহরে মৃত্যুঘণ্টা বাজাচ্ছে ঠান্ডা! সঙ্গীন অবস্থা কলকাতারও
উল্লেখ্য, এদিনের সভায় মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলা সম্মেলনের এই সভায় বাঘমুন্ডি এলাকার বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে হাজারটি পরিবার এদিন দলে যোগ দিয়েছেন, বলে দাবি করেছেন যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো। তাছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম সিনহা, দলের পুরুলিয়ার সম্পাদক মিহির মাঝি, অসীম সিংহ সহ স্থানীয় নেতৃত্বের প্রায় সকলেই ছিলেন।