TRENDING:

Purulia: এক সময় হয়ে উঠেছিল মাও ডেরা, সেখানেই অন্য লাল পতাকার তলে শত-শত মাথা

Last Updated:

Purulia: ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বাগমুন্ডিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগমুন্ডি, পুরুলিয়া : জেলা সম্মেলন থেকে সুর চড়াল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন নানান অভিযোগ তুলে সরব হয়েছেন ফরওয়ার্ড ব্লকের নেতারা। পাশাপাশি সমস্ত বাম দলগুলিকে এক জোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন তারা। ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনে এমনই চিত্র ধরা পড়েছে পুরুলিয়ার বাগমুন্ডিতে। জেলা সম্মেলনে হাজির ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন। তাদের আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে বেকারত্বের সংখ্যা। পাশাপাশি একাধিক দুর্নীতির যে সমস্ত অভিযোগে বর্তমানে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে, সে বিষয়েও সমালোচনা হয়েছে জেলা সম্মেলনের মঞ্চ থেকে।
advertisement

অন্যদিকে এদিনের ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চখে পড়ার মতো। বাঘমুন্ডি সোরাগডি হাই স্কুল ময়দানে ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। জেলা সম্মেলনের এই মঞ্চে, রাজ্য কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে, বাম দলগুলিকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন: ঢাকা থেকে কলকাতায় আসছিল বাস, ধরল BSF! যা মিলল লাগেজে, হুঁশ উড়ে গেল সকলের

advertisement

নরেন বাবু এদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করে একগুচ্ছ অভিযোগ তোলেন। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, বেকারদের কাজ নেই। শিক্ষকতার মতো চাকরিও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আরও অভিযোগ তুলে তার দাবি, এ রাজ্যে নানা বিষয়ে দুর্নীতি চলছে। রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারীরা সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। বলেছেন, কেন্দ্রে কোম্পানি রাজ চলছে। বিক্রি হয়ে যাচ্ছে একের পর এক সরকারি সংস্থা।

advertisement

View More

আরও পড়ুন: একদিনে ২৫ জনের মৃত্যু! দেশের এই শহরে মৃত্যুঘণ্টা বাজাচ্ছে ঠান্ডা! সঙ্গীন অবস্থা কলকাতারও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, এদিনের সভায় মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলা সম্মেলনের এই সভায় বাঘমুন্ডি এলাকার বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে হাজারটি পরিবার এদিন দলে যোগ দিয়েছেন, বলে দাবি করেছেন যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো। তাছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম সিনহা, দলের পুরুলিয়ার সম্পাদক মিহির মাঝি, অসীম সিংহ সহ স্থানীয় নেতৃত্বের প্রায় সকলেই ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia: এক সময় হয়ে উঠেছিল মাও ডেরা, সেখানেই অন্য লাল পতাকার তলে শত-শত মাথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল