TRENDING:

Purulia News I Female Constable Viral Story: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সদ্যোজাতকে কোলে নিয়ে মহিলা কনস্টেবল! নজিরবিহীন ঘটনা

Last Updated:

Purulia News I Female Constable Viral Story: বিষয়টি নিয়ে এলাকারই এক বাসিন্দা বলরাম মন্ডল বলেন , পুলিশের এহেন উদ্যোগ খুব কমই দেখতে পাওয়া যায়, প্রথম দিন থেকেই তাঁরা দেখে আসছেন ওই মহিলা কনস্টেবল সুন্দরভাবে সামলাচ্ছেন শিশুটিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্য জুড়ে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন-সহ রাজ্য সরকার। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়া। পুরুলিয়ার ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর সাত মাসের শিশু সন্তানকে সামলালেন একজন মহিলা কনস্টেবল। পুলিশের এহেন মানবিক রূপ দেখে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।
advertisement

উল্লেখ্য, ঝালদা থানা এলাকার খামার হাই স্কুলের ছাত্রী মোকরেশ্বরী সিং মুড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁর পরীক্ষা কেন্দ্রটি পড়েছে ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। তাঁরই সাত মাসের শিশুকে সামলাচ্ছেন ঝালদা থানার এক মহিলা কনস্টেবল গীতা মাঝি। এ বিষয়ে ওই মহিলা কনস্টেবল গীতা মাঝি জানান, শিশুটি একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। সে এই কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষার্থী যাতে ভাল ভাবে পরীক্ষা দিতে পারেন তাই তার শিশুকে সামলাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: অটোর বেপরোয়া গতির বলি ৫ বছরের শিশু! মা হাসপাতালে, অবরোধ-বিক্ষোভে উত্তাল সাগর!

আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে ভয়ানক ঘটনার সম্মুখীন পর্যটকরা! প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কী ঘটেছে

View More

বিষয়টি নিয়ে এলাকারই এক বাসিন্দা বলরাম মন্ডল বলেন , পুলিশের এহেন উদ্যোগ খুব কমই দেখতে পাওয়া যায়, প্রথম দিন থেকেই তাঁরা দেখে আসছেন ওই মহিলা কনস্টেবল সুন্দরভাবে সামলাচ্ছেন শিশুটিকে। পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

advertisement

দীর্ঘ দু'বছর করোনার পর চেনা ছন্দে সম্পন্ন হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তিমতম দিন। পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত দিক থেকেই সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। ঝালদা থানার মহিলা কনস্টেবলের এই মানবিক রূপ দেখে আপ্লুত গোটা ঝালদাবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News I Female Constable Viral Story: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সদ্যোজাতকে কোলে নিয়ে মহিলা কনস্টেবল! নজিরবিহীন ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল