South 24 Parganas News: অটোর বেপরোয়া গতির বলি ৫ বছরের শিশু! মা হাসপাতালে, অবরোধ-বিক্ষোভে উত্তাল সাগর!
- Published by:Teesta Barman
Last Updated:
South 24 Parganas News: গতকাল সাগরের মিশনমোড়ের কাছে বেপরোয়া গতিতে যাওয়া একটি অটো উল্টো মৃত্যু হয় পাঁচ বছরের সৌমিলি জানার। আশঙ্কাজনক অবস্থায় মৃত শিশুর মা মিঠু জানা হাসপাতালে চিকিৎসাধীন।
সাগর: বেপরোয়া অটো বন্ধের দাবিতে পথ অবরোধ করে সরব হলেন সাগরের নাগরিক সমাজ। সাগরের রুদ্রনগরে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ। অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ।
গতকাল সাগরের মিশনমোড়ের কাছে বেপরোয়া গতিতে যাওয়া একটি অটো উল্টো মৃত্যু হয় পাঁচ বছরের সৌমিলি জানার। আশঙ্কাজনক অবস্থায় মৃত শিশুর মা মিঠু জানা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ চরমে ওঠে সাগরদ্বীপবাসীর।
advertisement
advertisement
সকাল সাড়ে ১০টা নাগাদ নাগরিক কমিটির ডাকে সৌমিলির ছবি নিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। তারপর বেআইনি অটো, টোটো ও ম্যাজিক কার বন্ধের দাবিতে প্রতিবাদসভা আয়োজিত হয়। সভার পাশাপাশি পথ অবরোধ করেন নাগরিক কমিটির সদস্যরা। পুলিশ এসে বেআইনি যান বন্ধের প্রতিশ্রুতি দিলে পরে অবরোধ ওঠে।
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ, সাগরদ্বীপজুড়ে বেআইনি অটো, টোটো, ম্যাজিক কারের দাপট। পুলিশ সবকিছু দেখেও চুপ থাকে। যার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে। মৃত্যুও হয়। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে আর বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান নাগরিক কমিটির সদস্য অভিজিৎ সিনহা।
advertisement
বিশ্বজিৎ হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অটোর বেপরোয়া গতির বলি ৫ বছরের শিশু! মা হাসপাতালে, অবরোধ-বিক্ষোভে উত্তাল সাগর!