পুস্থির অধিকাংশই কৃষিজীবী মানুষ। এদিকে গত কয়েক বছর ধরেই শীতকালীন সবজির বাজারে মন্দা চলছে। ফসলের যথাযথ দাম পাচ্ছেন না কৃষকরা। এই বছর পরিস্থিতি আরও খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। শুধু বাঁধাকপি নয়, শীতকালীন অন্যান্য সবজি ফুলকপি, লাউ, বেগুন, সিম, টমেটো সেগুলিরও দাম পাচ্ছে না কৃষকরা। এদিকে তাঁরা ঋণ নিয়ে চাষ করেছেন। এই পরিস্থিতিতে বিপুল লোকসান হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। তাঁরা সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন।
advertisement
আরও পড়ুন: কোটি কোটি টাকা খরচ করে তৈরি হওয়া বাস টার্মিনাস থেকে ছাড়ে না কোনও বাস!
এদিকে চাষের জমিতে বাঁধাকপির উপর কৃষকের ট্রাক্টর চালিয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা পুরুলিয়ায়। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 7:59 PM IST





