আরও পড়ুন: বাস্তবের ‘দশভুজা’ শ্যামলী ভোর হলেই ছুটে যান ইটভাটায়, দশ হাতে সামলান সবকিছু
একটা সময় মহালয়ার দিন ভোরে ঘরে ঘরে রেডিওতে বাজত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী। আজ সে সব অতীত। শহরে গ্রামে উঠে যাচ্ছে একের পর এক রেডিওর দোকান। তবে কিছু মানুষ আজও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার অভ্যাসটা ধরে রেখেছেন। আর সেই কারণেই এই সময় রেডিও সারানোর তাগিদ লক্ষ্য করা যায় অনেকের মধ্যে। কিন্তু আড়শার তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক মধুসূদন মাহাত এই বিষয়ে সবার থেকে ব্যতিক্রম। প্রতিদিন সকাল থেকে সন্ধে তাঁর সময় কাটে রেডিও শুনে।
advertisement
এই যুগের ডিজিটাল প্রযুক্তি থামাতে পারেননি তাঁর রেডিও শোনার নেশা। শুধুমাত্র মহালয়ার দিন নয়, নিয়ম করে প্রতিদিনই তিনি শোনেন রেডিও। ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত রেডিওকে কখনও হাতছাড়া করেননি। এই বিষয়ে মধুসূদন মাহাত বলেন, বাবা-কাকাদের রেডিও শুনতে দেখে তাঁরও রেডিওর প্রতি টান তৈরি হয়। সেই অভ্যাস আজও সমানতালে বজায় আছে।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023
শমিষ্ঠা ব্যানার্জি