পুরুলিয়া শহরের অন্যতম জনপ্রিয় দর্জিপাড়া ষোলআনা দুর্গাপুজো কমিটির পুজো। প্রতি বছরই অভিনবত্বের ভাবনা দেখা যায় তাদের পুজো মণ্ডপে। তবে এ বছর তাদের পুজোর থিম বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এ বছর তাদের থিম রয়েছে ‘বৃদ্ধাশ্রম’। মা-বাবার ভূমিকা সন্তানদের জীবনে অপরিসীম। বহু ক্ষেত্রে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। মা-বাবার সেই জীবন কতখানি বেদনাময় সেই প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তাদের এই থিমের মধ্যে।
advertisement
আরও পড়ুন: পুজোর পরই মুড়িতে ভরসা রাখুন, ম্যাজিকের মতো কাজ করবে, কয়েক মুঠোতেই এত উপকারিতা!
এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, তারা সমাজের কাছে বেশ কিছু বার্তা পৌঁছে দিতে চাইছেন তাদের থিমের মাধ্যমে। যাতে সমাজের মানুষদের মধ্যে চেতনা জাগ্রত হয়। তাদের এই থিমের জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে।
এ বিষয়ে এক দর্শনার্থী জানান, এই প্যান্ডেলের থিম দেখে তিনি আপ্লুত। এই থিম যদি মানুষের মনে কিছুটা হলেও দাগ কাটতে পারে তাহলে সমাজের অনেকটাই উন্নতি হবে।
দুর্গাপুজো মানেই আনন্দ উৎসব। প্রতিটি পুজো মণ্ডপে দেখা যাচ্ছে অভিনব থিমের ভাবনা। তবে দর্জিপাড়া ষোলআনা দুর্গাপুজা কমিটি এক অন্যরকম বার্তা দিচ্ছে তাদের থিমের মধ্যে দিয়ে। বাবা মায়ের ভূমিকা সন্তানদের জীবনে ঠিক কতখানি রয়েছে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। এই থিম মন ছুঁয়েছে শহরবাসীদের।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়