TRENDING:

Durga Puja 2023: এখানে গেলেই পাবেন নজরকাড়া সব শাড়ির কালেশন! দেখলে অবাক হবেন আপনিও

Last Updated:

নানা জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দেখা যাচ্ছে শাড়ির দোকানগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড়। এবছর পুরুলিয়া শহরে বেশ কয়েকটি নামি দামি শাড়ির দোকান খুলতে দেখা গিয়েছে দুর্গাপুজো আগেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া :  বাঙালির বারো মাসে তেরো পার্বণে সব থেকে বড় পার্বণ হল দুর্গোৎসব।‌ সারাটা বছর গোটা বাংলার মানুষ অপেক্ষা করে থাকেন এই চারটে দিনের জন্য। আর পুজো মানেই সাজ। আর তারমধ্যে শাড়ি অন্যতম।  তাই দুর্গাপুজোয় এই শাড়ি কিনতে নানা দোকানে ভিড় জমাচ্ছে ক্রেতারা। এই সময় সমস্ত জায়গার বাজার, দোকান ও শপিংমল গুলিতে ভিড় জমান বহু মানুষ। ‌
advertisement

নানা জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দেখা যাচ্ছে শাড়ির দোকানগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড়। এবছর পুরুলিয়া শহরে বেশ কয়েকটি নামি দামি শাড়ির দোকান খুলতে দেখা গিয়েছে দুর্গাপুজো আগেই। ‌তাই মহিলাদের পুজোয় শাড়ি কেনার উৎসাহ আরও অনেকটাই বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: আবার হাতির হামলায় মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সে

advertisement

এবছর পুরুলিয়াতেও বেশ কয়েকটি শাড়ি ট্রেন্ডিং। ‌ যা দেখতে ও কিনতে উৎসাহ বাড়ছে ক্রেতাদের। এই বিষয়ে এক শাড়ি বিক্রেতা জানান, এবছর ট্রেন্ডিং শাড়ি  অর্গেঞ্জা , ওপারা সিল্ক , সামার সিল্ক , দুপিয়ান , বালুচরি , ইক্কত, কাতান ইত্যাদি আরও রকমারি শাড়ি রয়েছে। ক্রেতাদের যথেষ্ট ভাল সাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: টোটো-ই এবার অ্যাম্বুল্যান্স! সরু গলিতে বাড়ি হলেও এখন কোনও চিন্তা নেই

advertisement

এ বিষয়ে ক্রেতারা জানান, যথেষ্ট সুন্দর কালেকশন রয়েছে শাড়ির। যার ফলে অনেকেই পছন্দ করছে এই শাড়ি গুলি। দামও রয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যে। তাই পুজোর আগে মন ভরে শাড়ি কিনছেন তাঁরা।

দুর্গাপুজো মানেই বাঙালির কাছে অন্যরকম আবেগ। পুজোর এই চারটে দিন নতুন জামা কাপড় পড়া , আনন্দ – মজা , পেটপুজো এরই মধ্যে দিয়ে কেটে যায়। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে‌ অন্যান্য জামা কাপড়ের পাশাপাশি চাহিদা থাকে শাড়িরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: এখানে গেলেই পাবেন নজরকাড়া সব শাড়ির কালেশন! দেখলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল