TRENDING:

Durga Puja 2023: ৩০-টিরও বেশি পদ নিয়ে পুজোর ব্যুফে, চমক দিচ্ছে পুরুলিয়ার এই রেস্তরাঁ

Last Updated:

Durga Puja 2023 : স্টার্টার থেকে মেইন কোর্স... রয়েছে লোভনীয় আইটেম, সব আইটেমই খাওয়া যাবে 'আনলিমিটেড'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: দুর্গাপুজো মানেই আনন্দের ফোয়ারা। নতুন জামাকাপড় , সাজগোজ , প্যান্ডেল হপিং। এই সমস্ত কিছুর পাশাপাশি চলে জমিয়ে ভুরিভোজ। আর এই পেটপুজোর জন্য পুজোর সময় বিভিন্ন রেস্তোরাঁয় মেলে দুর্দান্ত অফার। পুরুলিয়ার একটি রেস্তরাঁয় পুজোয় ব্যবস্থা থাকছে  দুর্দান্ত  ব্যুফে-এর। ষষ্ঠীর দিন থেকেই পাওয়া যাবে এই  ব্যুফে।  ব্যুফেতে  স্টাটার , মেইনকোর্স, ডেসার্ট  মিলিয়ে থাকছে প্রায় ৩০ থেকে ৩২ রকম আইটেম। সব আইটেমই খাওয়া যাবে ‘আনলিমিটেড’। দামও  একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে। লাঞ্চ ও ডিনার দুই সময়েই থাকছে এই  ব্যুফে।
advertisement

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে এই  ব্যুফে । রেস্তোরাঁর পাশাপাশি হলেও এই  ব্যুফের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষের কোনও অসুবিধা না হয়। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি অ্যালাকার্ট মেনুর মধ্যেও বেশ কিছু নতুন আইটেম তারা নিয়ে এসেছে দুর্গা পুজোর জন্য।

রেস্তরাঁয় আসা খাদ্যপ্রেমীরা জানান , কমবেশি সারা বছরই তারা এই রেস্তোরাঁয় খাবার খেয়ে থাকেন। খাবারের মান ও স্বাদ দুটোই খুবই ভাল।‌ পুজোর আগে এই  ব্যুফে তাঁদের কাছে উপরি পাওনা।

advertisement

সারা বছর মা দুর্গার আগমনের অপেক্ষা করে থাকে গোটা বঙ্গের মানুষ। শহর থেকে গ্রাম, সকলেই দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। দুর্গাপুজো আরও জমে উঠে ভুরিভোজের মধ্যে দিয়ে। এ-বছর দুর্গাপুজোয় পুরুলিয়া শহরবাসীদের ভুরিভোজ যে জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখছে না।

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: ৩০-টিরও বেশি পদ নিয়ে পুজোর ব্যুফে, চমক দিচ্ছে পুরুলিয়ার এই রেস্তরাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল