প্রতিবছর ষষ্ঠীর দিন ধুমধাম করে মায়ের আগমন হয় জয়পুরে। তবে এ বছর সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে। পুজোর পাঁচটা দিনের হলেও সোনার মোড়া মা দুর্গা থাকছেন ব্যাংকের লকার বন্দি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন বাড়িতে দুর্ঘটনা ঘটে যাওয়ায় কুল পুরোহিতের বিধান অনুসারে কনক দুর্গা এ-বছর থাকছেন ব্যাংকের লকারে।
এ বিষয়ে বর্তমান রাজ পরিবারের বরিষ্ঠ সদস্য প্রশান্তনারায়ণ সিং দেও বলেন, ‘মাত্র ছয় মাসের ব্যবধানে আমার দুই ভাই মারা যান। সেই জন্যই এ বছর আমরা মাকে স্পর্শ করতে পারব না। তবে সমস্ত নিয়ম মেনেই পুজো হবে।’ সারাটা বছর এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকে গোটা রাজ পরিবার। বর্তমানে সেই চাকচিক্য আর বজায় নেই রাজবাড়িতে। তবে পুজোর দিনে একেবারে রাজকীয় রূপে দেখা যায় রাজবাড়ি সহ রাজ পরিবারের সদস্যদের। তবে এ বছরের চিত্রটা একেবারেই পাল্টে যাচ্ছে। আর তাতেই পুজোর আনন্দ যেন ম্লান হয়ে গিয়েছে রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি জয়পুরবাসীদের।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি