এই বছর যারা কলেজের প্রথম বর্ষে ভর্তি হচ্ছে তাদের থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে। উচ্চশিক্ষা দফতর রাজ্যের প্রতিটি কলেজকে চিঠি লিখে এই বিষয়টি জানিয়ে দিয়েছে। সেই নির্দেশিকা মেনেই পুরুলিয়া সহ রাজ্যের প্রতিটি জেলার কলেজগুলিতে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! আনন্দে আত্মহারা পড়ুয়ারা
advertisement
স্নাতক স্তরের পঠন পাঠনের নতুন নিয়ম প্রসঙ্গে সিধো-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে বলেন, নয়া নিয়মের ফলে শিক্ষার মান আরও অনেকটাই উন্নত হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়বে। অনেক ক্ষেত্রে দেখা যেত কলেজে ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীরা ড্রপ আউট হয়ে যেত। কিন্তু এই নয়া নিয়ম চালু হওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা ড্রপ আউট হয়ে গেলেও পড়াশোন সময়সীমা অনুযায়ী একটি নির্দিষ্ট সার্টিফিকেট পাবে। ফলে তাদের কর্মসংস্থানে সুবিধে হবে। এছাড়াও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার সুযোগও করে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। যাতে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা অন্যান্য দিকেও পারদর্শী হতে পারে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৩২ টা স্কিল এনহান্সমেন্ট কোর্সের সুবিধে থাকছে। পুরুলিয়া জেলার মোট ২২ টি কলেজে এই নিয়মেই চলতি বছর থেকে স্নাতকের পাঠক্রম শুরু হয়ে যাচ্ছে। গত ১ জুলাই কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ১৫ জুলাই পর্যন্ত। অগস্ট মাসের প্রথম থেকেই পঠন পাঠন শুরু হয়ে যাবে।
শমিষ্ঠা ব্যানার্জি