Mid Day Meal Menu: সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! আনন্দে আত্মহারা পড়ুয়ারা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার জুজারসাহা পি এন মান্না স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস! সোমবার দুপুরে এখানকার ছাত্রদের পাতে পড়ল লোভনীয় মাটন
হাওড়া: সরকারি স্কুলের মিড ডে মিলে খাসির মাংস! এমনই অভাবনীয় ঘটনা দেখা গেল হাওড়ায়। আনন্দে আত্মহারা পড়ুয়ারা। এই অবাক বিষয়টি ঘটল জুজারসাহা পি এন মান্না স্কুলে।
রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের খাবারের গুণমান বা তা নিয়ে অভিযোগ কম নয়। কখনও খাবারে গোটা ডিম না দেওয়া, কখনও পোকামাকড় পড়ে থাকা খাবার ছোট ছোট ছেলে মেয়েদের পরিবেশন এমন ঘটনা অহরহ উঠে এসেছে সংবাদমাধ্যমে। সেখানে একটি সরকারি স্কুলের মিড ডে মিলের মেনুতে খাসির মাংস থাকার বিষয়টি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। হাওড়ার এই স্কুলের মিড ডে মিলের মেনুতে এর আগে সোয়াবিন, ইলিশ মাছ থেকেছে। কিন্তু সোমবার দুপুরে প্রথম খাসির মাংস খাওয়ানো হল পড়ুয়াদের। গরম ভাতের সঙ্গে খাসির মাংস পেয়ে আনন্দে আত্মহারা তারা। সকলেই খুব খুশি হয়।
advertisement
advertisement
সোমবার জুজারসাহা পি এন মান্না স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬৫২ জন ছাত্র মিড ডে মিল খায়। তাদের প্রত্যেককেই খাসির মাংস খাওয়ানো হয়েছে। যারা অন্যান্য সময় স্কুলের মিড ডে মিল খেত না তারাও এ দিন স্কুলের ডাইনিং হলে হাজির ছিল। এই প্রসঙ্গে স্কুলের শিক্ষক দেবকুমার সরকার জানান, মিড ডে মিলের পুষ্টির দিকটা আমরা সবসময় লক্ষ রাখি। সেইসঙ্গে ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করা হয়ে যাতে পড়ুয়ারা উৎসাহ নিয়ে তা খায়। এর আগে একই লক্ষে ইলিশ মাছ, মুরগির মাংস খাওয়ানো হয়েছে। এদিন খাওয়ানো হল খাসির মাংস।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 7:46 PM IST