TRENDING:

Purulia News: বিনামূল্যে ওষুধ দেবে বেসরকারি ফার্মেসি! চিকিৎসা করতেও লাগবে না টাকা

Last Updated:

দুঃস্থরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ওই ওষুধ দোকান থেকে বিনামূল্যে ওষুধ‌ও পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বেসরকারি ওষুধের দোকান দুঃস্থদের নিঃশুল্ক চিকিৎসা পরিষেবার সূচনা করল। ঝালদায় এই পরিষেবা শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন ঝালদার বিএমওএইচ দেবাশিস মণ্ডল দুঃস্থদের জন্য এই চিকিৎসা পরিষেবার উদ্বোধন করেন।
advertisement

অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ রবিবার পুরুলিয়ার ঝালদায় একটি নতুন বেসরকারি ফার্মেসি বা ওষুধ দোকান পথ চলা শুরু করে। তারাই নিজেদের দোকান লাগোয়া জায়গায় এলাকার দুঃস্থদের জন্য বিনামূল্যে এই পরিষেবা চালু করেছে। এখানে দাঁত, স্নায়ু, ত্বক সহ বেশ কিছু রোগের বিনামূল্যে চিকিৎসা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করবেন। জানা গিয়েছে, দুঃস্থরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ওই ওষুধ দোকান থেকে বিনামূল্যে ওষুধ‌ও পাবেন।

advertisement

আরও পড়ুন: এ যেন চণ্ডাশোক থেকে ধর্মাশোকের কাহিনী! পুলিশ জীবনের হিংসায় বিতস্রদ্ধ ব্যক্তি শান্তির বাণী প্রচারে ছাড়লেন বাড়ি

দুঃস্থদের জন্য এই উদ্যোগ প্রসঙ্গে ওষুধ দোকানের কর্ণধার সুজয় ব্যানার্জি বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা আমরা মানুষদের পরিষেবা দেওয়ার যথাযথ চেষ্টা করব। অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম দুঃস্থ ও অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করার জন্য। এই উদ্যোগ প্রসঙ্গে ঝালদার বিএমওএইচ দেবাশিস মণ্ডল বলেন , এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে গরিবদের চিকিৎসায় অনেক সুবিধা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বিনামূল্যে ওষুধ দেবে বেসরকারি ফার্মেসি! চিকিৎসা করতেও লাগবে না টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল