আরও পড়ুন: হারিয়ে যাওয়ার মুখে লক্ষ্মী পুজোর পুরনো ঐতিহ্য, বাজার ছেয়েছে স্টিকার আলপনা
লক্ষ্মীপুজোর সময় প্রতিবছরই বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। তবে এবার সব কিছুর দাম এতটাই বেশি যে পুজোর ফলমূল বা ভোগের আনাজপাতি কিনতে গিয়ে রীতিমতো টান পড়ছে পকেটে। তবুও ধন দেবীর আরাধনার জন্য মানুষ বাধ্য হয়ে সবকিছুই অল্প অল্প করে কিনছে। এই বিষয়ে পুরুলিয়ার এক ব্যবসায়ী বলেন, জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যে দামে কিনছি সেই দাম ওঠানোর জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফলে ক্রেতাদের উপর চাপ বাড়ছে।
advertisement
এক ফল বিক্রেতা জানান, সমস্ত জিনিসেরই দাম বেড়েছে। পুজোর কথা মাথায় রেখে মানুষ বেশি দাম দিয়েই ফল কিনছে। প্রতিনিয়ত যে হারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে নাজেহাল দশা হয়েছে সাধারণ মানুষের। উৎসবের দিনগুলিতে বাজারদর আরও অনেক গুণ বেড়ে যায়। তবুও রীতি ও নিয়ম রক্ষার তাগিদে দাম বেশি দিয়ে হলেও জিনিস কিনতে হয় সাধারণ মানুষকে।
শমিষ্ঠা ব্যানার্জি