সেই সকল উত্তীর্ণ শিশুদের পুরস্কার বিতরণ করা হয় এই দিনের অনুষ্ঠানে। শুধুমাত্র আইনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা যাবে না মানুষকেও সচেতনতা সাথে এগিয়ে আসতে হবে শিশু শ্রম বন্ধ করার উদ্দেশ্যে বলে জানান ডেপুটি লেবার কমিশনার অঙ্কন চক্রবর্তী। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিকদের স্বার্থে বিকল্প আর্থিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যদি শ্রমিকদের শিশুদের দেখভালের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে শিশুশ্রম কিছুটা হলেও রোধ করা যাবে।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচন পূর্বে 'চলো গ্রামে যাই' কর্মসূচি
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক প্রণব কুমার ঘোষ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দেবাশীষ সাঁতরা, জেলা শিশু সুরক্ষা দফতরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিশুশ্রম রুখতে এই দিন পথনাটিকার মাধ্যমে বিশেষ বার্তা প্রদান করা হয় মানুষের মধ্যে।
Sharmistha Banerjee Bairagi