আরও পড়ুন: দু’জন চিকিৎসককে নিয়ে চলছে হাসপাতাল! দিনে ১৪ ঘণ্টা করে রোগী দেখছেন ডাক্তারবাবু
বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পুরুলিয়ার যে যাত্রীরা আহত ও নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের মঙ্গলবার কলকাতার নিয়ে আসা হয়। জেলা সার্কিট হাউস থেকে মোট ২৬ জনকে একসঙ্গে কলকাতায় পাঠায় জেলা প্রশাসন। এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। যারা এই ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। যারা এখনও পর্যন্ত চিকিৎসাধীন তাঁদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। আর যারা এই দুর্ঘটনায় অল্প আঘাত পেয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যে পরিযায়ী শ্রমিকরা করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন তাঁদেরকে ১০ হাজার দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে।
advertisement
ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের একাংশের মধ্যে আছে পরিযায়ী শ্রমিকেরা। পেটের টানে অনেকেই ভিন রাজ্যে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পুরুলিয়া থেকেও অনেকেই রুটি রুজির টানে ভিন রাজ্যে চলে যান। যে পরিযায়ী শ্রমিকরা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাছে আবেদন রাখবেন যাতে রাজ্যের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আর কোনও শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার না হয়।
শমিষ্ঠা ব্যানার্জি