পড়ুয়াদের সুবিধা অসুবিধার সর্বক্ষেত্রেই দেখা হচ্ছে। সদ্যোজাত পুত্র সন্তান নিয়ে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছেন পুরুলিয়া জেলার রুপাপাতিয়া গ্রামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম কবিতা সিং সর্দার , তার বাড়ি রুপাপাতিয়া গ্রামে। বরাবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তাঁর পরীক্ষার সিট পড়েছিল।
আরও পড়ুন: শুধু অয়ন শীল নয়, অয়নের বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর ইডি-র
advertisement
সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে তাঁকে ভর্তি করা হয় বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে। রাতেই তাঁর একটি পুত্র সন্তান হয়। অতঃপর পরিবারের লোকজন বিদ্যালয় বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বরাবাজার স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই মতো মঙ্গলবার পরীক্ষা দেন তিনি। পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থী-সহ পরিবারের লোকজনেরাও।
মনের ইচ্ছা শক্তি ও প্রবল জেদ থাকলে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠা যায়। পুরুলিয়ার ছাত্রী কবিতা সিং সর্দার আবারও তা প্রমাণ করে দিল । তার এই অদম্য ইচ্ছাশক্তি আগামী দিনে তার ভবিষ্যৎ আরও অনেকখানি বিকশিত করবে এমনটাই মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি