হোম /খবর /কলকাতা /
শুধু অয়ন শীল নয়, তাঁর বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর ইডি-র

TET Scam | Ayan Shil: শুধু অয়ন শীল নয়, অয়নের বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর ইডি-র

অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। একজন উঠতি মডেলের এত সম্পত্তি কীভাবে থাকতে পারে, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

  • Share this:

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছে বহিষ্কৃত তৃণমূলনেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তল্লাশিতে যে সমস্ত তথ্য সামনে এসেছে, তাতে যা বোঝা যাচ্ছে, এই অয়নের সল্টলেকের অফিসই ছিল নিয়োগ দুর্নীতির অন্য়তম আখড়া। আর পার্থ-অর্পিতা, গোপাল-হৈমন্তীর মতো এখানেও চর্চায় উঠে এসেছে আরও এক নারী চরিত্র। নাম শ্বেতা চক্রবর্তী। যিনি পেশায় মডেল হলেও কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার। এই শ্বেতার নামেও মিলেছে বিপুল সম্পত্তি। এছাড়াও, ইডির নজরে রয়েছে অয়ন শীলের বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও।

শনিবার ইডির অভিযান হয় অয়নের বাড়িতে। সূত্রের খবর, তার আগেই নাকি কোনও এক রহস্যময়ী অয়নকে চ্যাটে সতর্ক করে দিয়েছিলেন যে, তাঁর বাড়িতে ইডি রেড করতে পারে। শুক্রবার রাতে অয়নের চ্যাট হিস্ট্রি ঘেঁটে দেখা গিয়েছিল, 'Ed রেড করতে পারে। জিনিসপত্র সরিয়ে নাও। এখান থেকে চলে যাও।' এই চ্যাট দেখে রীতিমতো তাজ্জব গোয়ন্দারা। কী করে তল্লাশির একদিন আগে এরকম সন্দেহপ্রকাশ করলেন ওই মহিলা? কে ছিলেন ওই মহিলা? তিনি কি অয়নের বান্ধবী শ্বেতা, নাকি অন্য কেউ, তা অবশ্য স্পষ্ট করা হয়নি ইডি-র তরফে।

আরও পড়ুন: পুরীতে বঙ্গভবনের জমি দেখেই জগন্নাথ ধামে পুজো, প্রতিবেশী রাজ্যে আজ মমতার ঠাসা কর্মসূচি

ইডি সূত্রের খবর, অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। একজন উঠতি মডেলের এত সম্পত্তি কীভাবে থাকতে পারে, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। জানা গিয়েছে, মহেন্দ্র প্রাসাদ ও রাজেন্দ্র প্রসাদের থেকে সম্পত্তি কিনেছিলেন শ্বেতা চক্রবর্তী। কীভাবে কোথা থেকে এসেছিল সেই টাকা? তাহলে কী অয়নের টাকাতেই সম্পত্তির কেনাবেচা? এ সমস্ত কিছুই জানতে চায় ইডি।

শনিবার অয়নের বাড়িতে ইডি যাওয়ার দিন থেকে শ্বেতা চক্রবর্তী পুরসভার অফিসে আর যাননি। অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তী কী ভাবে কামারহাটি পুরসভায় চাকরি পেলেন? কবে পরীক্ষা দিয়েছেন? কীভাবে চাকরি? এখানেও কি কোনও রহস্য লুকিয়ে? তদন্ত করে খতিয়ে দেখছে ইডি। প্রসঙ্গত, পুরসভার চাকরি নিয়োগ দুর্নীতির কারখানাও ছিল সল্টলেকের অয়নের অফিস।

আরও পড়ুন: চাকরির প্রতিশ্রুতি দিয়ে 'মার্কেট' থেকে তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা! অয়ন শীলের জন্য আত্মঘাতী হয়েছিলেন 'এজেন্ট'ও

শুধু বান্ধবী শ্বেতা চক্রবর্তীই নয়। ইডির নজরে রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক শীল এবং বাবা সদানন্দ শীলের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টও। অয়ন শীলের সম্পত্তির পাশাপাশি তাঁর ছেলে এবং বাবারও বিপুল সম্পত্তি। অভিষেক শীলের নামে হুগলির পেট্রোল পাম্প, শুক্লা সার্ভিস সেন্টার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এই পেট্রোল পাম্প অ্যাকাউন্টয়েও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে সূত্রের খবর। অভিষেকের ও তাঁর বান্ধবী ইমনের নামে রয়েছে ফার্ম হাউস "দা ফসিলস"। অয়নের বাবা সদানন্দ শীলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ছেলে অভিষেক শীলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপরেও নজর রয়েছে ইডির।

ARPITA HAZRA

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Ayan Shil Scam, Ayan Sil, Tet Scam