TRENDING:

Purulia News: টানা বৃষ্টিতে পুরুলিয়ার সেতুতে ধস, অবস্থা দেখলে ভয় পেয়ে যাবেন

Last Updated:

টানা বৃষ্টির জেরে পুরুলিয়ার বেলডি সেতুর একাংশ ধসে গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: গত দু’দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। আর তাতেই ধস নামল পুরুলিয়ার বেলডি সেতুর একাংশে। আড়সা ব্লকের সঙ্গে পুরুলিয়া শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল এই বেলডি সেতু। সেখানে ধস নামায় বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement

আরও পড়ুন: পেট দিয়ে ছবি আঁকছেন শিল্পী! দেখুন ভিডিও

বামলে তৈরি হয়েছিল এই বেলডি সেতু। তারপর থেকেই এলাকার ৩০ টি গ্রামের সঙ্গে পুরুলিয়া শহরের যোগাযোগের অন্যতম প্রধান পথ হয়ে দাঁড়িয়েছিল এই সেতুটি। কিন্তু টানা বৃষ্টিতে ধস নামায় বহু মানুষ সদর শহরে আসতে সমস্যায় পড়ছেন। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই বিপদ এড়াতে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো গেলেও দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। তাঁরা জানান, রুটি রুজির টানে প্রতিদিনই বহু মানুষকে এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। সেটি বন্ধ হয়ে যাওয়া কার্যত রোজগার বন্ধ হয়ে পড়েছে অনেকের। কীভাবে এলাকার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পুরুলিয়া শহরে যাওয়া আসা করবে তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

advertisement

View More

গ্রামের ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা পুরুলিয়ার শহরকে কেন্দ্র করেই নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতুতে ধস নামায় এখন সকলের মাথায় হাত। এই অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এলাকাবাসীর। কবে বেলডি সেতু ঠিক হবে তা জানে না কেউ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: টানা বৃষ্টিতে পুরুলিয়ার সেতুতে ধস, অবস্থা দেখলে ভয় পেয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল