মুরগুমাকে ঢেলে সাজাতে রাজ্য পর্যটন দফতর নিয়েছে একগুচ্ছ পরিকল্পনা। এখানে তৈরি হচ্ছে সরকারি পর্যটক আবাসন , এছাড়াও রয়েছে ওয়াচ টাওয়ার। তবে দীর্ঘদিন আগেই বেসরকারিভাবে পর্যটনের বিনিয়োগ হয়েছে এখানে। এখানে গড়ে উঠেছে বিভিন্ন বেসরকারি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। তারই মতই অন্যতম পলাশ বিতান জঙ্গল ইকো হাট। একেবারে মাটির গন্ধে মেশানো কটেজ আছে এখানে। রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা। এছাড়াও রয়েছে পুরুলিয়ার ছৌ , ঝুমুর , সাঁওতালি নাচ সহ বন ফায়ারের ব্যবস্থাও। রাতে যেন এক অন্যরূপে সেজে ওঠে সুন্দরী এই মুরগুমা।
advertisement
আরও পড়ুন-গ্রেফতার হলেন উরফি জাভেদ! টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কারণটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
এ বিষয়ে এই পর্যটক আবাসের বিনিয়োগকারী জয়িতা সিনহা বলেন , মুরগুমা এখন পুরোপুরি একটি পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। নিরিবিলিতে সময় কাটানোর জন্য অনেকেই এই মুরগুমাতে থাকতে পছন্দ করেন। এখান থেকেই অযোধ্যা পাহাড় সহ বিভিন্ন টুরিস্ট স্পট গুলি দেখতে যান পর্যটকেরা। পর্যটকদের জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকে এই রিসর্টে।
আরও পড়ুন-ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ‘আইবুড়োভাত’ খেলেন সন্দীপ্তা, বিয়ের আগে কতটা নিয়ম ভাঙছেন?
এ বিষয়ে মুরগুমায় বেড়াতে আসা পর্যটকরা বলেন , পুরুলিয়ার মুরগুমার এক অন্যরকম সৌন্দর্য রয়েছে। এখানে না আসলে জানাই হত না পুরুলিয়ায় এত সুন্দর মনোরম পরিবেশে বেড়ানোর জায়গা আছে। একেবারেই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যাচ্ছে এই জায়গায়। এর সৌন্দর্য দেখে তারা মুগ্ধ।
পুরুলিয়ার অফবিট একটি জায়গা মুরগুমা। পূর্ণিমার রাতে ঝরনায় ঘিরে থাকা মুরগুমা আরও যেন মোহময়ী হয়ে ওঠে। তাই অফবিট ট্যুরিজমের অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে পুরুলিয়ার মুরগুমা।
শমিষ্ঠা ব্যানার্জি