শহরের যানজটের কথা চিন্তা করে পুরুলিয়া পৌরসভা শুক্রবার সন্ধ্যায় আরও একটি পার্কিং স্ট্যান্ডের সূচনা করলেন রাঘবপুর মোড়ে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি বলেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নোংরা আবর্জনার স্তুপ হয়েছিল। আবর্জনা পরিষ্কার করে এখানে পার্কিং স্ট্যান্ড তৈরি করা হল পৌরসভার পক্ষ থেকে। এর ফলে শপিংমলে আসার মানুষেরা অনেকখানি উপকৃত হবে বলে মনে করছেন তিনি।
advertisement
পাশাপাশি তিনি শহরের মানুষদের অনুরোধ করেন যারা শপিংমলে কেনাকাটি করতে আসবেন তারা যেন যত্রতত্র গাড়ি না রেখে এই পার্কিং স্ট্যান্ড ব্যবহার করেন। পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে তৎপরতার সাথে কাজ করে চলেছে পুরুলিয়া পৌরসভা ও পুলিশ প্রশাসন। যানজট নিয়ন্ত্রণে প্রতিনিয়ত প্রচার অভিযান চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এরই পাশাপাশি পৌরসভা একের পর এক পার্কিং স্ট্যান্ড তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর ফলে শহরের মানুষেরা অনেকখানি উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
Sharmistha Banerjee Bairagi