TRENDING:

Purulia News: ভোট পর্ব মিটতেই ফের ভিন রাজ্যের পথে পরিযায়ী শ্রমিকেরা

Last Updated:

জেলাতে নেই যথাযথ কর্মসংস্থান‌, তাই ভোট ফুরলেই আবারও ভিন রাজ্যে চলে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পেটের দায়ে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যের পাড়ি দেয়। পুরুলিয়া জেলা থেকেও বহু শ্রমিক ভিন রাজ্যে কাজ করে থাকে। পঞ্চায়েত নির্বাচনে সময় তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে জেলায় এসেছিল। ভোট পর্ব মিটতে না মিটতেই পুনরায় তাদের দেখা যাচ্ছে নিজের নিজের কাজের জায়গায় ফিরে যেতে। কারণ জেলাতে যথাযথ কর্মসংস্থান নেই। পুরুলিয়া স্টেশনে দেখা যায় বহু পরিযায়ী শ্রমিকদের ভিড় করতে। এ বিষয়ে এক প্রকার আক্ষেপের সুরে শ্রমিকেরা বলেন, জেলায় ১০০ দিনের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। জেলায় যদি শ্রমিকেরা কাজ পেত তাহলে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে যেতে হত না।
advertisement

এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি সৌমেন বেলথড়িয়া বলেন , কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা বকেয়া করে রাখার জন্যই সমস্ত জায়গায় ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে পরিযায়ী শ্রমিকেরা বাধ্য হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রয়োজন পড়লে ১০০ দিনের কাজের টাকা আদায় করতে দিল্লিতে আমরা আন্দোলন গড়ে তুলবো।

advertisement

আরও পড়ুন ঃ কনফার্ম টিকিট আচমকা চলে গেল ওয়েটিং লিস্টে! আশ্চর্য কাণ্ড পুরুলিয়ায়! উঠছে প্রশ্ন

পুরুলিয়া জেলায় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শ্রমিকদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই সেই প্রকল্প গুলি বাস্তবায়িত হতে দেখা যায় না। তাই পরিবার পরিজন ছেড়ে কাজের খোঁজে অন্যত্র পাড়ি দিতে হয় তাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ভোট পর্ব মিটতেই ফের ভিন রাজ্যের পথে পরিযায়ী শ্রমিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল