Indian Railways: কনফার্ম টিকিট আচমকা চলে গেল ওয়েটিং লিস্টে! আশ্চর্য কাণ্ড পুরুলিয়ায়! উঠছে প্রশ্ন
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail News: কনফার্ম টিকিট হাতে নিয়ে এসেছিলেন স্টেশনে, কিন্তু ট্রেনে উঠতে গিয়েই বাঁধল বিপত্তি। তিনি একা ব্যক্তি নন, পুরুলিয়া স্টেশনে বিপাকে পড়ে গোটা পরিবার।
পুরুলিয়া: কনফার্ম টিকিট হাতে নিয়ে এসেছিলেন স্টেশনে, কিন্তু ট্রেনে উঠতে গিয়েই বাঁধল বিপত্তি। তিনি একা নন, পুরুলিয়া স্টেশনে বিপাকে পড়ে গোটা পরিবার। পুরুলিয়ার বাসিন্দার কাঞ্চন গড়াই তাঁর পরিবারের সঙ্গে চেন্নাইয়ের যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। আগামী ২৪ জুলাই মেয়ের চোখে অস্ত্রোপচার। সেই মতোই আগে থেকে ভেলোরের কাটপাটি স্টেশনের টিকিট কাটেন। টিকিট কনফার্ম থাকায় সোমবার পুরুলিয়া স্টেশনে সময়মতো স্টেশনে পৌঁছে যান পরিবারের সকলে। কিন্তু সেখানে পৌঁছে বাধে সমস্যা।
পরিবারের সদস্যদের দাবি, স্টেশনে পৌঁছে তাঁরা জানতে পারেন তাদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে। আচমকা মাথায় বাজ পড়ে পরিবারের। কী ভাবে মেয়ের চোখের অপারেশন হবে তা ভেবে কূল-কিনারা পাচ্ছিলেন না।
আরও পড়ুনঃ অবাক করে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ! তাঁর আজকের কাজে গর্বিত সমুদ্রগড়
এ প্রসঙ্গে পরিবারের এক সদস্য জানান, মেয়ে চোখে দেখতে পায় না। ১৯ জুলাই ভেলোরে চোখ দেখানোর ডেট। ২৪ জুলাই অপারেশন। এখন যদি ঠিক সময়ে ভেলোরে না পৌঁছতে পারেন, তাহলে সমস্যার হবে। পরিবারের দাবি, তাঁদের কাছে প্রথমে কনফার্ম টিকিটের মেসেজ আসে, তা দেখেই এ দিন স্টেশনে পৌঁছন সকলে। কিন্তু কী ভাবে কনফার্ম টিকিট, ওয়েটিং লিস্টে চলে গেল তা নিয়েই প্রশ্ন তুলেছেন।
advertisement
advertisement
যদিও ঘটনার কথা রেল কর্তৃপক্ষকে জানানো হলে পরিবারটিকে ট্রেনে যাত্রা করার বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে টিকিট নিশ্চিত হওয়ার পরেও সেই টিকিট কী ভাবে ওয়েটিং লিস্টেচলে গেল? কার গাফিলতির জন্য ভোগান্তির শিকার হতে হল এই পরিবারকে?
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2023 8:43 PM IST







