Bangla News: অবাক করে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ! তাঁর আজকের কাজে গর্বিত সমুদ্রগড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Swapan Debnath: চরম দরিদ্র, পথেঘাটে ঘুরে বেড়ানো দুই শিশুর দায়িত্ব নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এ দিন কালনা জিআরপি স্টেশন থেকে এই দুই শিশুর দায়ভার গ্রহণ করেন তিনি।
সমুদ্রগড়: দুই অসহায় শিশুর দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। চরম দরিদ্রতার কবলে পড়ে পথে-ঘাটে ঘুরে বেড়ানো এই দুই শিশুর দায়িত্ব নিতে উদ্যোগী হন তিনি। কালনা স্টেশন থেকে এই দুই শিশুর দায়ভার গ্রহণ করেন।
সোমবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন এলাকায় ভাবে ঘুরে বেড়াচ্ছিল শিশু দুটি। সেই ঘটনার কথা সামনে আসতেই খবর যায় কালনা জিআরপির ওসির কাছে। কালনা জিআরপি স্টেশনের ওসি ওই দুটি শিশুকে উদ্ধার করে নিজের জিআরপি অফিসে নিয়ে যান। এরপর পুরো ঘটনায় জানানো হয় রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথকে।
advertisement
আরও পড়ুনঃ শ্রাবণ মাসে অবশ্যই বাড়িতে আনুন ‘এই’ সমস্ত সামগ্রী, মহাদেবের আশীর্বাদ ফুলে-ফেঁপে উঠবে সংসার
এই ঘটনার পরবর্তীকালে যোগাযোগ করা হয় ওই শিশুর বাবা এবং সৎ মায়ের সঙ্গে। শিশু দুটির অভিভাবকের অনুমতি নিয়েই কালনা জিআরপির ওসি, মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথের হাতে বাচ্চা দুটির দায়ভার তুলে দেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দামোদর পাড়া এলাকায় একটি অনাথ আশ্রম রয়েছে। যেখানে বাচ্চাদের তিনি নিজ দায়িত্বে দেখাশুনা করেন।
advertisement
advertisement
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শিশু দুটি খুবই অবহেলায় থাকত। সেখান থেকে স্টেশনে চলে আসে, খোঁজ খবর নিয়ে জিআরপি-র সহযোগিতায় উদ্ধার করা হয়েছে তাদের। এরপর আমার কাছে খবর আসে।” তিনি আরও জানিয়েছেন, তাঁর দামোদর পাড়া অনাথ আশ্রমে বাকি বাচ্চাদের সঙ্গেই থাকবে এই দুই শিশু।
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 8:11 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bangla News: অবাক করে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ! তাঁর আজকের কাজে গর্বিত সমুদ্রগড়