TRENDING:

Abhishek Banerjee | Viral Video | Purulia : 'আমার সিকিউরিটির থেকে মানুষের জীবন দামি!" মানবিক অভিষেক! যা ঘটল পুরুলিয়ার সভায়!

Last Updated:

Abhishek Banerjee | Viral Video | Purulia : অভিষেকের সভা চলাকালীন শুরু হল কালবৈশাখীর তাণ্ডব , তারপরে কি করলেন তিনি জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে বারংবার বাধ সাধছে কালবৈশাখী ঝড়। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি যে সকল জেলা গুলিতে হয়েছে প্রায় প্রতিটি জেলাতেই দেখা গিয়েছে কালবৈশাখীর ঝড় হতে। বিভিন্ন জায়গাতেই দেখা গিয়েছে তার সভা স্থল লন্ডভন্ড হয়ে যেতে। একই চিত্র ধরা পরল পুরুলিয়া জেলাতেও। নব জোয়ার কর্মসূচি নিয়ে পুরুলিয়া জেলাতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়া ময়দানে ছিল তার সভা। ‌হঠাৎই কালবৈশাখীর ঝড় শুরু হয় সভা চলাকালীন।
advertisement

বহু মানুষ সভাস্থলের বাইরে দাঁড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য। ‌ঝড় ওঠার সঙ্গে সঙ্গে ই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সিকিউরিটিদের নির্দেশ দেন স্টেজের সামনে থাকা সিকিউরিটি জোনকে সাধারণ মানুষদের উদ্দ্যেশে খুলে দেওয়ার জন্য। সভা মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন তার সিকিউরিটির থেকেও সাধারণ মানুষের প্রাণ অনেক বেশি দামি। ‌তাই তার কর্মী সমর্থকদের যাতে কোনরকম বিপদের সম্মুখীন না হতে হয় সেই কারণেই তিনি সিকিউরিটি জোন খুলে দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের কিছুক্ষণের মধ্যেই তার কর্মী সমর্থকেরা সেই সিকিউরিটি জনে এসে আশ্রয় নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপ দেখে আপ্লুত তার কর্মী সমর্থকেরা।

advertisement

আরও পড়ুন:  কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু! যা ঘটল যুবকের সঙ্গে!

আরও পড়ুন:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি পালিত হচ্ছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় নব জোয়ার কর্মসূচি নিয়ে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে চলছে তার নানান কর্মসূচি। পুরুলিয়ার হুটমুড়া ময়দানে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশেপঞ্চায়েত ভোটের বিশেষ বার্তা দেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে অনেকটাই মনোবল বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জ

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Abhishek Banerjee | Viral Video | Purulia : 'আমার সিকিউরিটির থেকে মানুষের জীবন দামি!" মানবিক অভিষেক! যা ঘটল পুরুলিয়ার সভায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল