North 24 Parganas News: কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু! যা ঘটল যুবকের সঙ্গে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ARUN GHOSH
Last Updated:
North 24 Parganas News: হালিশহরে একী ঘটল যুবকের সঙ্গে! জানুন
হালিশহর: হালিশহরে যুবকের রহস্যমৃত্যু। নিখোঁজ হওয়ার পর আজ গঙ্গায় ভেসে উঠলো যুবকের মৃতদেহ। হালিশহর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লালকুটি এলাকার সেন পাড়ার বাসিন্দা সানু চক্রবর্তি(২২) মঙ্গলবার দুপুরের পর থেকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।জানা গেছে হালিশহরের খাসবাটি এলাকার অনিকেত ব্যানার্জি মঙ্গলবার দুপুরে সানুকে ডাকতে আসে কলেজে যাওয়ার জন্য।তারপর আর বাড়ি ফেরেনি সানু। মাঝে খানিক সময়ের জন্য বন্ধু অনিকেতের বাইক নিয়ে বাড়ি গেলেও তার পর ফের বাড়ি থেকে বেরিয়ে যায় সানু।
রাতভর ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে সানুর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা।বুধবার হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করে সানুর পরিবার। এর মধ্যেই বন্ধু অনিকেত সানুর খোজ করতে তার বাড়িতে গেলে তখনই প্রশ্ন করেন সানুর বাবা।
advertisement
advertisement
অবশেষে আজ নৈহাটি ফেরিঘাট থেকে সানুর মৃতদেহ উদ্ধারের পরপরই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে বন্ধু অনিকেতকে সন্দেহের তালিকায় রাখছেন সানুর বাবা ও দাদা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ। পরিবারের লোক প্রথমে নিখোঁজ ডায়ারি করে পরে তাদের সন্দেহ হয় তারই এক বন্ধু এর দিকে। এরপর বন্ধুকে জিজ্ঞাসা করা হয় সে কিন্তু অসম লগ্ন কথাবার্তা বলতে থাকে এটি সন্দেহ হয় পরিবারের এই বিষয়টি থানার পুলিশকে জানানো হয়েছে। পরিবারের শোকের ছায়া। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
advertisement
অরুণ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 9:04 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু! যা ঘটল যুবকের সঙ্গে!