TRENDING:

Purulia News: পুরুলিয়ায় পার্কিংয়ের ঝামেলা মিটল

Last Updated:

বাইকের জন্য দিতে হবে ১০ টাকা, অটো ও টোটো পিছু ২০ টাকা, চার চাকার প্রাইভেট কারের জন্য ৩০ টাকা, মিনিবাস ও ট্রাকের জন্য ১০০ টাকা পার্কিং ফি লাগবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: যানজট পুরুলিয়া শহরের রোজের ছবি। ফলে স্কুল থেকে অফিস, রোজ রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয় শহরবাসীকে। যানজটমুক্ত শহর গড়তে এবার নেওয়া হল বিশেষ উদ্যোগ। জি ই এল চার্চ ময়দানে গড়ে উঠল একটি বিশাল পার্কিং স্ট্যান্ড।
advertisement

আরও পড়ুন: বৃষ্টিতে মুখে হাসি আনাজ চাষিদের, বেহাল অবস্থা ধান চাষের

এই পার্কিং স্ট্যান্ড তৈরির ফলে পুরুলিয়ার মানুষ অনেকটাই উপকৃত হলেন। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই পার্কিং স্ট্যান্ডটি খোলা থাকবে। গাড়ি পিছু আলাদা অর্থ ধার্য করা হয়েছে। বাইকের জন্য দিতে হবে ১০ টাকা, অটো ও টোটো পিছু ২০ টাকা, চার চাকার প্রাইভেট কারের জন্য ৩০ টাকা, মিনিবাস ও ট্রাকের জন্য ১০০ টাকা পার্কিং ফি লাগবে। পুরুলিয়া পুরসভার উদ্যোগেই এই পার্কিং স্ট্যান্ড গড়ে উঠেছে।

advertisement

এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, শহরের যত্রতত্র অবৈধ পার্কিংয়ে ভরে গিয়েছে। এর ফলে প্রায়শই যানজটের সৃষ্টি হয়। নতুন পার্কিং স্ট্যান্ড তৈরি হওয়ার ফলে গাড়ি পার্কিংয়ের সমস্যা যেমন দূর হবে তেমনই যানজটের হাত থেকে রেহাই মিলবে শহরবাসীর। এই পার্কিং স্ট্যান্ডের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল পুরুলিয়া শহরের মানুষ। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হওয়ায় খুশি শহরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়ায় পার্কিংয়ের ঝামেলা মিটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল