আরও পড়ুন: হাতির পিঠে থাকতো রথ, তাতে চেপেই মাসির বাড়ি যেতেন প্রভু জগন্নাথ!
তবে এই বছর বহুদিন পর নন্দকুমারের যাত্রা পাড়ায় ভালো বায়না হয়েছে রথের। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শ্রীধরপুরে বিভিন্ন যাত্রাদলের বুকিং অফিস আছে। সেখানে আজ সকাল থেকেই বিভিন্ন পুজো কমিটি, মন্দির কমিটির ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকলেই পালা বায়না করতে এসেছিলেন। ফলে হাসি ফুটেছে যাত্রা শিল্পীর সঙ্গে জড়িতদের মুখে।
advertisement
অনেকেই হয়তো জানেন না কলকাতার চিৎপুরের পর নন্দকুমারের এই যাত্রা পাড়া রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করে। এই বছর রথের দিন চিৎপুরেও ভালো বায়না পেয়েছে যাত্রাদলগুলো। তবে দুই মেদিনীপুর, বীরভূম, হাওড়া থেকে বহু আয়োজক যাত্রার বুকিংয়ের জন্য চিৎপুরের বদলে নন্দকুমারে আসেন, এতে তাঁদের সুবিধে হয়। এই বছর ভালো বুকিং হওয়ার খুশি যাত্রাদলের মালিকরা। তাঁদের আশা আবার হয়তো পুরনো দিন ফিরতে চলেছে।
সৈকত শী