আরও পড়ুন Birbhum News : একেই বলে রাখে হরি মারে কে! ট্রেন থেকে ফেলা দেওয়া যুবকের প্রাণ বেঁচে গেল যে ভাবে...
তমলুক শহর লাগোয়া, গঙ্গাখালি এলাকার মহিলারা একজোট হয়ে বেআইনি মদের দোকান থেকে মদ উদ্ধার করে নষ্ট করল পুলিশের সামনে। দীর্ঘদিন থেকে এই এলাকায় বেআইনিভাবে বিদেশী মদ বিক্রি করছিল একটি পরিবার তাদের ভুসিমাল দ্রব্যের দোকান থেকে। এর ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি ওই এলাকার প্রতিটি পরিবারে লেগে থাকত অশান্তি। এই অভিযোগে মহিলারা একজোট হয়ে রাতে দোকান থেকে বেআইনি মদের বোতল বের করে নিয়ে এসে পুলিশের সামনেই নষ্ট করে।
advertisement
উত্তেজিত মহিলারা প্রথমে চড়াও হয়ে বিভিন্ন ব্র্যান্ডের ছোট থেকে বড় মদের বোতল বের করে এনে জড়ো করে। তারপর রাস্তায় ফেলে সেগুলি ভেঙে দেয়। এমনকি পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। পরে পুলিশ ওই দোকানটি সিজ করে। মহিলাদের অভিযোগ দীর্ঘদিন পুলিশ প্রশাসনকে জানানো হলেও কর্ণপাত করেননি তারা।
Saikat Shee