Birbhum News : একেই বলে রাখে হরি মারে কে! ট্রেন থেকে ফেলা দেওয়া যুবকের প্রাণ বেঁচে গেল যে ভাবে...
Last Updated:
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া যুবক কেমন রয়েছেন!
#বীরভূম: শনিবার রাতে হাওড়া থেকে মালদাগামী হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস হাড়হিম করা এক ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ওই ট্রেনে দুই যাত্রীর মধ্যে বচসা বাঁধছে এবং সেই বচসা এমন জায়গায় গড়ায় যে একযাত্রী অন্য এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন। এই ভিডিও আঁতকে তোলার মত। ভিডিও দেখার পর সবার মধ্যেই কৌতুহল, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া যুবক কেমন রয়েছেন? বেঁচেছেন?
ঘটনার পর তারাপীঠ ও রামপুরহাটের মাঝে রেললাইন থেকে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া যুবককে আহত অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ এবং তাকে চিকিৎসার জন্য ভর্তি করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহত যুবকের নাম সজল শেখ এবং তিনি রামপুরহাট পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সুন্দিপুর এলাকার বাসিন্দা। চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যুবকের বিরুদ্ধে রেল পুলিশ এবং বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ঘটনার দিন অর্থাৎ শনিবার রাতে ওই যুবক সাঁইথিয়া থেকে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় চড়েন। এরপর মল্লারপুর স্টেশনে নেমে তিনি মদ্যপান করেন এবং তারপর ট্রেনে উঠতেই ট্রেনের ওই যাত্রীর সঙ্গে তার বচসা বাঁধে। সেই বচসা থেকেই হাতাহাতি এবং শেষমেষ তাকে ট্রেনের ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন।
advertisement
আরও পড়ুন Siliguri news : মন খারাপ দূরে সরিয়ে এগিয়ে চলা লক্ষ্য, সচেতনতা বাড়াতে উদ্দ্যোগ উত্তরবঙ্গ বিজ্ঞানকেন্দ্রে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে। তবে এই ঘটনায় আহত সজল শেখ নিজেই স্বীকার করেছেন, তিনি মদ পান করেছিলেন এবং বচসার সময় পকেটে থাকা ব্লেড বের করে আক্রমণের চেষ্টা চালিয়েছিলেন।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 16, 2022 1:05 PM IST