অভিযোগ, দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে স্থানীয় শাসকদলের নেতাদের মদতে কাঁথগঞ্জ এলাকায় চার পাঁচ জন ব্যবসায়ী মিলে বিভিন্ন দোকানের আড়ালে চালাচ্ছিল অবৈধ মদের কারবার। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি।
আরও পড়ুন ঃ নন্দীগ্রামে বিজেপির বাজিমাত! লটারি জিতে পঞ্চায়েত সমিতির বোর্ড দখল
advertisement
অবশেষে এলাকার মহিলারা এদিন বাধ্য হয়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালায়। গ্রামের প্রমিলা বাহিনীরা জানিয়েছেন, পাহাড়পুর ও কাঁথগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চা পান বিড়ি, খাওয়ার দোকান এবং স্টেশনারি দোকানের আড়ালে চলত অবৈধ মদের ব্যবসা।
আবার গ্রামেরই কয়েকজন তাঁদের বাড়িতেই চালাত এই অবৈধ মদের করাবার। তারা গ্রামের সুস্থ পরিবেশকে কলুষিত করছে। শুধু তাই নয় এই অবৈধ মদের কারবার সমাজকে কলুষিত করার পাশাপাশি শিক্ষিত যুব সমাজকে নেশাগ্রস্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুন ঃ গাছ আমাদের পরম বন্ধু, এই ভাবনা জনসাধারণের মধ্যে গড়ে তুলতে বৃক্ষ পরিণয় উৎসব
তাই তারা বেশ কয়েকজন মহিলারা একত্রিত হয়ে রাস্তায় কয়েকশো লিটার দেশি ও বিদেশি মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। আগামীদিনে যদি এই এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ না হয় তাহলে তারা আবারো এই ধরনের ঘটনা ঘটানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন। এই ঘটনাকে কেন্দ্র স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
Saikat Shee