Bank Open On Sunday: এবার রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক! টাকা তোলা থেকে বই আপডেট মিলবে সব পরিষেবা, বলাগেড়িয়া ব্যাঙ্কের উদ্যোগ

Last Updated:

Bank Open On Sunday: সাধারণত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে জরুরি আর্থিক কাজের সময় বহু গ্রাহক সমস্যায় পড়েন। সেই কারণেই এবার নতুন সিদ্ধান্তে নিয়েছে বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক।

+
বলাগেড়িয়া

বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক

কাঁথি, মদন মাইতি: এবার রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাধারণত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে জরুরি আর্থিক কাজের সময় বহু গ্রাহক সমস্যায় পড়েন। সেই কারণেই এবার নতুন সিদ্ধান্তে নিয়েছে বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সপ্তাহের অন্য দিনের মতোই রবিবারও প্রয়োজনীয় সব পরিষেবাই দেওয়া হবে। টাকা তোলা, জমা, বই আপডেট, বিভিন্ন স্কিম বা অ্যাকাউন্ট সংক্রান্ত পরিষেবা—সবই উপলব্ধ থাকবে।
বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের মোট বারোটি শাখা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে আছে ১১টি শাখা। কাঁথি সান্ধ্য, কাঁথি, নাচিন্দা, সাতমাইল, বালিঘাই, বলাগেড়িয়া, এগরা সান্ধ্য, পানিপারুল, দিঘা, দেউলীহাট এবং রামনগর। এছাড়াও একটি শাখা রয়েছে মালদহে। তবে সব শাখা নয়, শুধুমাত্র সান্ধ্যকালীন শাখাগুলিতেই রবিবার ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এই ব্যাঙ্কের দুটি সান্ধ্যকালীন শাখা রয়েছে—কাঁথি সান্ধ্য এবং এগরা সান্ধ্য। এই দুটি সান্ধ্যকালীন শাখা রবিবারও খোলা থাকছে। এই শাখা গুলি থেকে সপ্তাহের অন্যান্য দিনের মতো রবিবারও ব্যাঙ্কিং পরিষেবা পাবে গ্রাহকরা।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! দিঘায় খাবার নিয়ে চিন্তা নেই! ব্রেকফাস্ট থেকে ডিনার এবার জগন্নাথ মন্দিরেই মিলবে সব, জানুন কীভাবে অর্ডার করবেন
বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, “গ্রাহকদের সুবিধার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক সময় গ্রাহকদের রবিবারও আর্থিক প্রয়োজন পড়ে। তখন ব্যাঙ্ক বন্ধ থাকলে মানুষ সমস্যায় পড়েন। তাই আমাদের সান্ধ্যকালীন শাখাগুলি রবিবারও খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপকার হবে। বিশেষ করে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, পর্যটনকেন্দ্র দিঘা ও বালিঘাই এলাকার গ্রাহকরা বড় সুবিধা পাবেন।”
advertisement
advertisement
আরও পড়ুন: হয়েছে জগন্নাথ মন্দির, তৈরি হয়েছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত QRT! দিঘা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের
ব্যাঙ্ক কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপে গ্রাহক পরিষেবা আরও উন্নত হবে। সান্ধ্যকালীন শাখাগুলি সাধারণত অফিসের পর কাজ করেন এমন গ্রাহকদের বেশি সুবিধা দেয়। দুপুর দু’টা থেকে সন্ধ্যা ছ’টা অব্দি খোলা থাকে সান্ধ্যকালীন শাখা গুলি। এবার সেই সুবিধা মিলবে ছুটির দিনেও। ব্যাঙ্ক তরফে জানানো হয়েছে, রবিবার পরিষেবা চালু থাকলেও নিরাপত্তা ও স্টাফ ব্যবস্থাপনায় কোনও ঘাটতি রাখা হবে না। একইসঙ্গে পরিষেবার মানও বজায় থাকবে। ব্যাঙ্কের এই উদ্যোগে খুশি উপকূলীয় এলাকার গ্রাহকরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Open On Sunday: এবার রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক! টাকা তোলা থেকে বই আপডেট মিলবে সব পরিষেবা, বলাগেড়িয়া ব্যাঙ্কের উদ্যোগ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement