Digha News: হয়েছে জগন্নাথ মন্দির, তৈরি হয়েছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত QRT! দিঘা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

Last Updated:
Digha News: পর্যটকে ঠাসা দিঘা, তাই কি বাড়ল নিরাপত্তা? দিঘাকে আইসি থানার মর্যাদা দিল রাজ্য
1/6
এবার দিঘা থানাকে আইসি থানায় হিসেবে স্বীকৃতি দিল রাজ্য। জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দীঘার গুরুত্ব অনেকটাই বেড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দিঘায় আসছেন। তাদের সুরক্ষার দায়িত্ব পুলিশের। মন্দির আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে অত্যাধুনিক আগ্নেয় অস্ত্রসহ কুইক রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে। দিঘার গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে দিঘাতে আইসি উন্নীত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগে থেকেই। (তথ্য ও ছবি : মদন মাইতি)
এবার দিঘা থানাকে আইসি থানায় হিসাবে স্বীকৃতি দিল রাজ্য। জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এখন দিঘার গুরুত্ব অনেকটাই বেড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দিঘায় আসছেন। তাদের সুরক্ষার দায়িত্ব পুলিশের। মন্দির আঁটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ কুইক রেসপন্স টিম (QRT) তৈরি রাখা হয়েছে। দিঘার গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে দিঘাতে আইসি থানা উন্নীত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগে থেকেই। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
আইসি নিয়োগ না হওয়ার কারণে এতদিন দিঘা থানার দায়িত্ব সামলাতেন ওসি। দিঘা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামটন রায়। এর আগে তিনি ভিজিলেন্স কমিশনের ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। দিঘা থানাকে আইসি থানার স্বীকৃতি দেওয়ায় দিঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি দিঘা থানার অধীনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। এতদিন দিঘা থানার ওসি পোস্টিং ছিল। পাশাপাশি জগন্নাথ মন্দির ফাঁড়ি ইনচার্জ হিসেবেও সাব-ইন্সপেক্টর দিলীপ চক্রবর্তী আছেন।
আইসি নিয়োগ না হওয়ার কারণে এতদিন দিঘা থানার দায়িত্ব সামলাতেন ওসি। দিঘা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামটন রায়। এর আগে তিনি ভিজিলেন্স কমিশনের ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। দিঘা থানাকে আইসি থানার স্বীকৃতি দেওয়ায় দিঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি দিঘা থানার অধীনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। এতদিন দিঘা থানার ওসি পোস্টিং ছিল। পাশাপাশি জগন্নাথ মন্দির ফাঁড়ি ইনচার্জ হিসেবেও সাব-ইন্সপেক্টর দিলীপ চক্রবর্তী আছেন।
advertisement
3/6
থানা এবং ফাঁড়িতে একই র‌্যঙ্কের দুই অফিসার ছিলেন। তাই ফাঁড়ি স্বতন্ত্রভাবে পরিচালিত হয়েছে। দিঘা থানায় ইন্সপেক্টর নিয়োগ হওয়ায় এবার ওই ফাঁড়ি থানার আসার পথে কোনও বাধা রইল না। ১৯৬৩ সালের ১৬ অক্টোবর দিঘা থানা উদ্ধোধন হয়। দিঘা থানার অধিনে ছিল পদিমা ১ ও পদিমা ২ গ্রাম পঞ্চায়েত। পরে ২০১১ সালের ১ এপ্রিল দিঘা মোহনা থানা উদ্ধোধন হয়। দিঘা মোহনার থানার অধিনে চলে আসে পদিমা ২ গ্রাম পঞ্চায়েত।
থানা এবং ফাঁড়িতে একই র‌্যঙ্কের দুই অফিসার ছিলেন। তাই ফাঁড়ি স্বতন্ত্রভাবে পরিচালিত হয়েছে। দিঘা থানায় ইন্সপেক্টর নিয়োগ হওয়ায় এবার ওই ফাঁড়ি থানার আসার পথে কোনও বাধা রইল না। ১৯৬৩ সালের ১৬ অক্টোবর দিঘা থানা উদ্ধোধন হয়। দিঘা থানার অধিনে ছিল পদিমা ১ ও পদিমা ২ গ্রাম পঞ্চায়েত। পরে ২০১১ সালের ১ এপ্রিল দিঘা মোহনা থানা উদ্ধোধন হয়। দিঘা মোহনার থানার অধিনে চলে আসে পদিমা ২ গ্রাম পঞ্চায়েত।
advertisement
4/6
দিঘা এতদিন ওসি থানা হিসেবে ছিল। চলতি বছর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। জগন্নাথ মন্দির নিরাপত্তা জন্য দিঘা জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে। দিঘাকে আইসি থানার উন্নীত করার পরিকল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার দিঘাকে নতুন আইসি দিল রাজ্য।
দিঘা এতদিন ওসি থানা হিসাবে ছিল। চলতি বছর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। জগন্নাথ মন্দির নিরাপত্তা জন্য দিঘা জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে। দিঘাকে আইসি থানার উন্নীত করার পরিকল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার দিঘাকে নতুন আইসি দিল রাজ্য।
advertisement
5/6
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) আবুনুর হোসেন বলেন,
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) আবুনুর হোসেন বলেন, "দিঘা রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। পাশাপাশি, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে প্রতিদিন প্রচুর পর্যটক দিঘাতে আসছেন। দিঘার জনপ্রিয়তা ও গুরুত্ব বিবেচনা করে দিঘাকে আইসি থানায় উন্নীত করার পরিকল্পনা চলছিল। এবার নতুন আইসি দেওয়া হল।"
advertisement
6/6
এতদিন দিঘা থানার ওসি পোস্টিং ছিল এবং জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি আলাদা ভাবে কাজ করত। এখন আইসি পদমর্যাদা পাওয়ায় দিঘা থানার প্রশাসনিক শক্তি বৃদ্ধি পেল। ফলে মন্দিরসহ পুরো দিঘা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন। নতুন আইসি কামটন রায়ের যোগদানের পর দিঘা থানার কাজকর্ম আরও গতিশীল হওয়ার আশা।
এতদিন দিঘা থানার ওসি পোস্টিং ছিল এবং জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি আলাদা ভাবে কাজ করত। এখন আইসি পদমর্যাদা পাওয়ায় দিঘা থানার প্রশাসনিক শক্তি বৃদ্ধি পেল। ফলে মন্দিরসহ পুরো দিঘা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন। নতুন আইসি কামটন রায়ের যোগদানের পর দিঘা থানার কাজকর্ম আরও গতিশীল হওয়ার আশা।
advertisement
advertisement
advertisement