আরও পড়ুন: রোদ-বৃষ্টি থেকে শহরবাসীকে বাঁচাতে বালুরঘাটের রাস্তার ধারে ধারে গড়ে উঠেছে প্রতীক্ষালয়
নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সুলোচনা বাজারের কাছে শ্রীরামপুর-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ওই এলাকার পাঁচ-সাতটি গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুতের পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অবরোধকারীরা। এই তীব্র গরমের লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন বলে গ্রামবাসীদের দাবি।
advertisement
নন্দকুমার থানার অন্তর্গত বরগোদা, গোদার, সুলোচনা, পাঁচবেড়িয়া, ভবানীচক, পিয়াজবেড়িয়া সহ একাধিক গ্রামে বিদ্যুৎ না থাকাটাই যেন নিয়ম হয়ে উঠেছে। যদিও বা বিদ্যুৎ ফিরে আসে তবে লো ভোল্টেজের জেরে পাখার হাওয়া গায়ে লাগছে না। এর ফলে এই গরমে প্রায় ১০-১২ হাজার মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই নিয়ে বিদ্যুৎ দফতরের দারস্থ হলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় রাজ্য সড়কে। পরে নন্দকুমার থানার পুলিশ এসে বুঝিয়ে বললে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা
সৈকত শী