শিক্ষক ছাত্রের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় হোক, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটুক এই বার্তা এদিন তুলে ধরা হয় শিক্ষক থেকে ছাত্রদের সামনে। শিক্ষকদের সম্মান জানাতে প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। এবছর পূর্ব মেদিনীপুর জেলার দুই কৃতী শিক্ষক চিকিৎসক মৌসম মজুমদার এবং চিকিৎসক কমলকুমার পান্ডা সেই পুরস্কার পেলেন। এদিন তমলুকে জেলাশাসকের দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সম্মান তুলে দেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
advertisement
আরও পড়ুন: থ্যাচার, মে-এর পর তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী পেল ব্রিটেন! চিনে নিন লিজ ট্রাসকে
শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত দুই শিক্ষক ছাড়াও জেলার কয়েকজন শিক্ষককে শিক্ষক দিবসের সম্মান জানানো হয়। পাশাপাশি এদিন জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ গুলির পাশাপাশি ব্লকে ব্লকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়৷
আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার
শিক্ষারত্ন সম্মান ও শিক্ষক দিবসে সম্মানিত হতে পেরে ভীষন খুশি শিক্ষকরা। তবে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের সঠিক দিশা দেখানোর বার্তা তুলে ধরেন অতিথিরা। শিক্ষকরা গড়তে পারে একটি সুন্দর সমাজ। সেই কাজের জন্য তাঁদের এগিয়ে আসতে হবে। জেলার দুই শিক্ষারত্ন সম্মান প্রাপক শিক্ষক মনে করেন ছাত্র-ছাত্রীদের পুঁথি গত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষার প্রয়োজন। শিক্ষারত্ন সম্মান প্রাপক চিকিৎসক মৌসম মজুমদার জানান, 'ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ে পাঠ দানের পাশাপাশি সমাজ শিক্ষার পাঠদান করতে হবে।'
Saikat Shee