পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত সাধুয়াপতা গ্রামে মঙ্গলবার বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে এই বিস্ফোরণে বাড়ি মালিকের স্ত্রী ও ১৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে।
#পাঁশকুড়া : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত সাধুয়াপতা গ্রামে মঙ্গলবার বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে এই বিস্ফোরণে বাড়ি মালিকের স্ত্রী ও ১৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেহের মাংসপিণ্ড। এমনকি গাছের ডালেও ঝুলছে মাংসপিণ্ড। আর এই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে পাঁশকুড়ার চিল্কা এলাকার সাধুপতা গ্রামে। জানা যায় পাঁশকুড়ার পূর্ব চিল্কার সাধুপোতা গ্রামে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ। শ্রীকান্ত ভক্তা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরি হয়।