বাড়ির সদস্য সংখ্যা ৫ জন তাঁর মধ্যে। ঘটনাস্থলেই মারা যায় এক ছেলে বলে জানায় স্থানীয়রা। আহত মহিলাকে তমলুকে ভর্তি করা হলেও স্বর্ণলতা ভোক্তা নামে বছর ৫৩ বছরের ওই মহিলা মৃত্যু হয়েছে। ওই বাড়ির মালিক নিখোঁজ। ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ এসে তদন্ত শুরু করে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। দীর্ঘদিন ধরে বাজি তৈরি করত নিজের বাড়িতে। এমনকি বাড়ির মধ্যে ব্যাপক পরিমানে বিভিন্ন ধরনের বাজি সহ বাজি তৈরির সরঞ্জাম ভর্তি রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রোলক্যাপসের স্ফুলিঙ্গ থেকে ভস্মীভূত দোকানঘর
বিস্ফোরণে আগুন ধরে যায় বাড়ির পাশে থাকা সাইকেল সহ বিভিন্ন সরঞ্জামে। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘটার পর কার্যত সাধুপতাগ্রাম জনশূন্য হয়ে পড়েছে। পুলিশ চার পাশ থেকেও প্রচুর পরিমাণে বাজি ও বাজি তৈরি করার সরঞ্জাম অর্থাৎ বারুদ উদ্ধার করেছে।
Saikat Shee