আরও পড়ুন: আফ্রিকার ভুভুজেলা তৈরি হচ্ছে শিলিগুড়িতে! এই বাঁশির সুরে মজেছে বাঙালি
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। নিউ দিঘার হলিডে হোম ঘাটে স্নান করার সময় স্বরূপ আলি মোল্লা (৩৩) নামে এক পর্যটককে স্পিড বোট ধাক্কা মারে। এই ঘটনায় ওই যুবকের পা-হাত ও পেট স্পিড বোটের পাখা বা ব্লেডে ক্ষতবিক্ষত হয়ে যায়। তিনি সমুদ্র সৈকতেই লুটিয়ে পড়েন। এর পরই দিঘার সমুদ্র সৈকতে নামা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে আহত পর্যটকের বাড়ি রাজারহাটের বিদ্যাধরপুর এলাকায়।
advertisement
পুজোর ছুটিতে বরাবরের মত এবারেও দিঘায় উপচে পড়েছে পর্যটকদের ভিড়। অনেকে ঘুরতে এসে এখন সমুদ্রে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দে মেতে ওঠেন। ফলে দিন দিন দিঘার সমুদ্র সৈকতে স্পিড বোটের সংখ্যা বাড়ছে। এদিন সেরকমই একটি স্পিড বোটের আঘাতে গুরুতর জখম হন ওই পর্যটক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহত স্বরূপ আলি মোল্লা চার বন্ধুর সঙ্গে সোমবার দিঘায় বেড়াতে যান। এদিন দুপুরে সমুদ্রে স্নান করতে নামার সময় ঘটে এই দুর্ঘটনা। দিঘা থানার পুলিশ ও নুলিয়ারা তড়িঘড়ি ওই পর্যটককে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।
সৈকত শী