Siliguri News: আফ্রিকার ভুভুজেলা তৈরি হচ্ছে শিলিগুড়িতে! এই বাঁশির সুরে মজেছে বাঙালি
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আফ্রিকার ভুভুজেলা বাঁশি হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অংশ। শিলিগুড়িতে বসে সেই বাঁশি তৈরি করছেন অরিজিৎ সাহা
শিলিগুড়ি: ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবল মাতিয়েছিল ভুভুজেলা বাঁশি। বিকট এবং অদ্ভুত আওয়াজ দ্রুত আফ্রিকার এই প্রাচীন বাঁশিকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছিল। তারপর থেকেই বিশ্বের নানান প্রান্তে খেলার মাঠে ভুভুজেলা বাঁশির আওয়াজ শুনতে পাওয়াটা নিয়মিত বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ চার দশক শিলিগুড়িতে বসে সেই ভুভুজেলা তৈরি করে চলেছেন অরিজিৎ সাহা।
ভুভুজেলা বাঁশি গ্রাম বাংলার মানুষের কাছে ভপু বাঁশি নামে পরিচিত। আবার কেউ বলেন ছাগল বাঁশি। দীর্ঘ ৪৫ বছর ধরে অরিজিৎবাবু এই বাঁশি তৈরি করে বিক্রি করেন। কোচবিহারের দিনহাটার বাসিন্দা হলেও তিনি বর্তমানে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। এই পুজোতেও তাঁর তৈরি ভুভুজেলা বাঁশি নিয়ে আনন্দে মাততে দেখা গেল শহরবাসীকে।
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের হাত ধরে আফ্রিকার প্রাচীন বাদ্যযন্ত্র ভুভুজেলার সঙ্গে পরিচয় ঘটেছিল গোটা বিশ্বের। তবে দ্রুত তা বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। যদিও অরিজিৎবাবুর তৈরি ভুভুজেলা আফ্রিকার ভুভুজেলা বাঁশির থেকে দেখতে আলাদা। কিন্তু আওয়াজ প্রায় একইরকম। তরুণ প্রজন্মকে এই বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে বেশি দেখা যায়।
অরিজিৎবাবু সম্পূর্ন কাগজ দিয়ে তৈরি করেন ভুভুজেলা। কাগজ, ফেভিকল আঠা, সুতো দিয়ে তৈরি হয়। কী করে এই বাঁশি বানালেন জিজ্ঞেস করতেই তিনি জানান, নদিয়ার এক মেলায় গিয়ে সেখানে তালপাতার বাঁশি বিক্রি করতে দেখেন। তারপর সেই বাঁশি কিনে, সেটা দেখে কাগজ দিয়ে নিজের মতো করে বাঁশি তৈরি করে ফেলেন। তাঁর তৈরি ভুভুজেলা সেই সময় ২৫ পয়সা দিয়ে বিক্রি শুরু হয়েছিল। এখন তা ১০ টাকা দামে পাওয়া যায়। অরিজিৎবাবু বলেন, আমি প্রায় ৪০-৪৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিজের তৈরি এই ভুভুজেলা বাঁশি বিক্রি করছি। সবাই এই ভুভুজেলা পছন্দ করে।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 25, 2023 2:09 PM IST









