Elephant Death: লোকালয়ে প্রবেশ করতেই মর্মান্তিক পরিণতি! হাতি মৃত্যুর কারণ ঘিরে জল্পনা

Last Updated:

বুধবার সকালে উত্তর মেন্দাবাড়ির একটি সুপারি বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি হাতিকে। মৃত্যুর কারণ ঘিরে জল্পনা তীব্র আকার ধারণ করেছে

হাতির দেহ
হাতির দেহ
আলিপুরদুয়ার: লোকালয়ে প্রবেশ করে মর্মান্তিক মৃত্যু হল হাতির। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। কালচিনির মেন্দাবাড়ির ঘটনা। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হঠাত‌ই হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই চাঞ্চল্য ছড়ায়।
আলিপুরদুয়ার জেলার উত্তর মেন্দাবাড়ি এলাকার একটি সুপারি বাগানে বুধবার সকালে বুনো হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তাঁরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিজয় মুন্ডা জানান, বিদ‍্যুৎ দফতরের তার সুপারি বাগানের অনেক নিচ দিয়ে গিয়েছে। আমরা বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু শোনা হয়নি কথা। বিদ‍্যুতের তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে সে বিষয়ে বনবিভাগ এখনও কিছু জানায়নি। ময়নাতদন্তের পরই নির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। এদিকে জানা গিয়েছে হাতিটি পূর্ণবয়স্ক ছিল।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Elephant Death: লোকালয়ে প্রবেশ করতেই মর্মান্তিক পরিণতি! হাতি মৃত্যুর কারণ ঘিরে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement