পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গার্লস হাইস্কুলে আইওসিএল হলদিয়ার পক্ষ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার সংক্রান্ত সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজিত হয়। উপস্থিত ছিলেন আইওসিএল-এর ফিল্ড অফিসার প্রসেনজিৎ মাইতি এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউটর রেহান খান সহ পাঁশকুড়া থানার আইসি। পেট্রোলিয়াম মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী এলপিজি সেফটি ক্লিনিক, এলপিজি থেকে যাতে না দুর্ঘটনা ঘটে এবং কীভাবে এই সমস্যার সমাধান করবে সেই বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়।
advertisement
আরও পড়ুন: অর্ধেক তৈরি রাস্তা সমস্যা মেটার বদলে আরও বাড়িয়ে দিয়েছে, মাথায় হাত দলসিংপাড়ার মানুষের
এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের সর্তকতামূলক সচেতনতা শিবিরে গ্যাস সিলিন্ডারকে আগুন লাগার হাত থেকে কীভাবে রক্ষা করা যাবে তা নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ সময় গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণ হয় পাইপ লিক হয়ে গ্যাস বেরিয়ে আসা। তাই নির্দিষ্ট সময় অন্তর গ্যাস সিলিন্ডারের পাইপ পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করা উচিৎ তা নিয়েও আলোচনা করা হয়। আইওসিএল হলদিয়ার আধিকারিকরা জানান, স্কুলের ছাত্রীরা এই সেফটি অ্যাওয়ারনেস সংক্রান্ত বিষয়গুলি জানলে ভবিষ্যতে তাদের যেমন কাজে লাগবে, তেমনই বাড়িতে যারা রান্না করছে তাদেরকেও শেখাতে পারবে।
সৈকত শী