তাই তাদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল মহিষাদল এর একটি ইংরেজি মাধ্যম স্কুলের একদল পড়ুয়া। ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’। অধ্যয়নই ছাত্রদের তপস্যা হওয়া উচিত। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সামাজিক শিক্ষার গুরুত্বও উপলব্ধি করেছেন শিক্ষক-শিক্ষিকারা। সেই উদ্দেশ্যে সমাজের গরিব, অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেই শিক্ষা যে তাদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে তার প্রমাণ, ছাত্র ছাত্রীরাই শুধু নিজেরাই দুর্গাপূজায় শামিল হতে চায় না শামিল করতে চান সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরও।
advertisement
আরও পড়ুনঃ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চালু নতুন পুলিশ ফাঁড়ি
তাই তারা নিজেরাই চাঁদা তুলে পুজোর নতুন পোশাক উপহার দিল দুঃস্থ ও বয়স্ক মানুষদের। প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহেই এই স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে দুঃস্থ বৃদ্ধ দম্পতিকে পাকা ছাদের বাড়ি উপহার দিয়েছিল। তারাই বয়সে ছোট হলে মনের দিক থেকে কত বড় তার প্রমান দিল দুঃস্থদের পূজার পোশাক কিনে দিয়ে। পুজোর মুখে ছাত্র-ছাত্রীদের হাত থেকে নতুন পোশাক পেয়ে ওইসব বয়স্ক মানুষজনেরা।
Saikat Shee