Purba Medinipur News: এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চালু নতুন পুলিশ ফাঁড়ি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এলাকার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পাঁশকুড়া থানা এলাকার মাইশোরাতে তৈরি হল নতুন পুলিশ ফাঁড়ি। পাঁশকুড়ার মাইশোরা এলাকা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও ঘাটালের একপ্রকার সংযোস্থল
#পাঁশকুড়া : এলাকার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পাঁশকুড়া থানা এলাকার মাইশোরাতে তৈরি হল নতুন পুলিশ ফাঁড়ি। পাঁশকুড়ার মাইশোরা এলাকা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও ঘাটালের একপ্রকার সংযোস্থল, এখানে নানান অসামাজিক কাজ, ছিনতাই খুনের মত ঘটনা দীর্ঘ বছর ধরে ঘটে চলেছে। পাঁশকুড়া মূল থানা থেকে মাইশোরা এলাকার দূরত্ব অনেকটাই। পাঁশকুড়া থানা থেকে কংসাবতী নদীর বাঁধ বরাবর ১৩ কিলোমিটার নেতা শুভে গেলে পড়বে মাইশোরা বাজার। ৩৭টি তাঁর ঘনিষ্ঠ। গ্রাম আর ২৭টি সংসদ এলাকা রয়েছে রাজনৈতিক এখানে। পরিধির দিক দিয়ে মাইশোরা পাঁশকুড়া ব্লকের মধ্যে সব থেক বড় এলাকা।
এলাকাটি পশ্চিম মেদিনীপুর ঠিক সীমানা লাগোয়া। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নজরদারির অভাবে মাইশোরা এলাকাটি দুষ্কৃতীদের যাতায়াতের ‘সেফ করিডর’ হিসাবে ব্যবহৃত হয়। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য পুলিশ ফাঁড়ি বানানোর দাবি ওঠে। হঠাৎ করে কোনও কারনে ঘটনা ঘটলে বা কেউ কেস করতে চাইলে অনেকটা পথ যেতে হয় মাইশোরা এলাকা থেকে।
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদে তমলুক-হাওড়া ফেরি সার্ভিস পুনরায় চালু
সে কথা মাথায় রেখেই ওই এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। মাইশোরা এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন পুলিশ সুপার অমরনাথ কে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার এম এম হাসান। মাইশোরা এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। অনেক বেআইনি কাজকর্ম, অপরাধমূলক কাজ বন্ধ হবে। নতুন করে সেজে উঠবে মাইশোরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মুখেও জেলা জুড়ে রাস্তা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের
ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, খুনের মতো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে, এবার তা একপ্রকার বন্ধ হবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। এমনকি তাঁর পাশাপাশি পাবলিক পুলিশ রিলেশন গড়ে উঠবে মাইশোরা এলাকায়। এর পাশাপাশি শিশু হেল্প ডেস্ক উদ্বোধন হয় পাঁশকুড়া থানায়। যেখানে অপরাধী অপ্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে নতুন রুম, যেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাঁদের অন্যান্য অপরাধীদের থেকে দূরে রাখা হবে।
advertisement
Saikat Shee
Location :
First Published :
September 28, 2022 2:31 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চালু নতুন পুলিশ ফাঁড়ি