তমলুক থানার পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে ইমেল মারফত ওয়াসিম আহমেদ নামে এক ঠিকাদার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে একটি অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। এর পরেই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দলের সদস্যেরা মূলত ভিন্রাজ্যে শ্রমিক সরবরাহের নামে চক্র চালাতেন।
advertisement
আরও পড়ুন: জমিদারের জামাইকে ঠকানোর জন্য তৈরি হয়েছিল! আজও বাঙালির খুব প্রিয় 'এই' সন্দেশ, নাম জানেন?
ফোনে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিক যোগানের নামে তাঁদের কাছে নানা কায়দায় টাকা আদায় করতেন। কখনও ট্রেনের টিকিটের দাম, কখনও শ্রমিকদের চিকিৎসার নামে, কখনও আবার অগ্রিম টাকা দাবি করে টাকা তুলতেন তারা, পুলিশের নজর থেকে বাঁচতে ভিন্রাজ্যের সিম কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত দুষ্কৃতীরা।
আরও পড়ুন: সন্ধ্যাতেই এই জেলায় আসছে স্বস্তির বৃষ্টি, কমবে বৈশাখী দহনজ্বালা
এ বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন 'ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সিমকার্ডের মালিক ওড়িশার এক ব্যক্তি। ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও ওড়িশার। অভিযোগকারী ঠিকাদারের কাছ থেকে প্রায় ৭০-৮০ হাজার টাকা লুটও করা হয়েছে। এরকম আরো বেশ কিছু ঠিকাদারদের সঙ্গে একইভাবে জালিয়াতি করেছে। এদের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছিল।
এই চক্রের সঙ্গে আরও কয়েক জনের যুক্ত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে এই হ্যালো পার্টির চক্করে আর কারা প্রতারিত হয়ে টাকা খুইয়েছেন, তার তদন্ত করতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'
সৈকত শী