এতদিন যৌন কর্মীরা নানা ভাবে সমস্যার সম্মুখিন হতেন। ১৯ মে ২২ সালে সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নতুন নির্দেশিকায় স্বেচ্ছায় যৌন পেশায় আসা মহিলাদের সুরক্ষা ও অধিকারের জন্য আইনী যেসব সুযোগ-সুবিধা রয়েছে তা তাদের জানা প্রয়োজন। কেননা অনেক সময় দেখা যায় ওইসব যৌনকর্মীরা নানাভাবে পুলিশি হেনস্থার মুখে পড়ে আবার অনেক সময় নিজেদের সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়।
advertisement
আরও পড়ুনঃ খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ
সুপ্রিম কোর্টের নির্দেশে যৌনপেশায় আসা কোনভাবেই অবৈধ নয়। এদিন নতুন যৌন আইনে কি কি রয়েছে তা তুলে ধরেন জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচীব বিচারক সমরেশ বেরা। স্বেচ্ছায় দেহ ব্যবসা করলে কোনো অসুবিধে নেই। তবে জোর করে, অঙ্গভঙ্গি দেখিয়ে যৌন কাজে লিপ্ত করার চেষ্টা করলে আইনি সাজা হবে।
আরও পড়ুনঃ সরকারিভাবে বন্ধ হল তমলুক শহরের ভেতর তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড
সেই সঙ্গে কোনো মহিলা বা যুবতীকে জোর করে যৌন কাজে নিয়ে আসা এবং কাজের জন্য আটকে রাখা হলে সাজা হবে। এই ধরনে একাধিক নিয়মগুলি এদিন তুলে ধরা হয়। শিবিরে অংশগ্রহন পর খুশি যৌন কর্মীরা। নতুন নিয়ম তাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে বলে জানান তারা।
Saikat Shee