দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম দীনেশ মাহাত (২৭)। বাড়ি পশ্চিম মেদিনীপুরে। আহত ব্যক্তির নাম অশান্ত বর (৫০), বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই প্রতিবন্ধী ব্যক্তি জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই বালি বোঝাই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশ মাহাতর। গুরুতর আহত অবস্থায় অশান্ত বরকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: অবশেষে কাটল জমি জট, এবার পরিশুদ্ধ পানীয় জল পাবে সাঁকরাইলের মানুষ
বুধবার রাতে নিমতৌড়ি প্রতিবন্ধী স্কুলের কালচারাল টিমের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার ভোরে তাঁরা ফিরছিলেন। ভোর সাড়ে চারটা নাগাদ দীনেশ ও অশান্ত নামে ওই দুই প্রতিবন্ধী স্কুলবাস থেকে নেমে বাড়ি ফেরার রাস্তা ধরেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ঘাতক ট্রাকটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি ওই দুই প্রতিবন্ধীকে পিষে দেয়। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সৈকত শী





