বৃহস্পতিবার নন্দকুমারের হাইরোড চৌরাস্তা মোড়ে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝা, নন্দকুমার বিডিও শানু বক্সি, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, নন্দকুমার ট্রাফিক ASI উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ মাছ চাষে যুগান্তকারী প্রদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ
advertisement
নন্দকুমার থানার পুলিশ অধিকারিক মনোজ কুমার ঝা জানান, 'রাখিবন্ধন উৎসব সৌভ্রাতৃত্বের বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা। সম্প্রীতি বজায় থাকলেই সমাজের পক্ষে লাভজনক। নন্দকুমার ছাড়াও তমলুক মেচেদায়, কাঁথি, কোলাঘাটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
Saikat Shee
Location :
First Published :
August 11, 2022 8:51 PM IST