ছোট জন্য কার্টুনের ওপর রাখী, কোথাও আবার সমাজ সচেতনতামূলক রাখী, আবার কোথাও দেখা যাচ্ছে হাতের ব্রেসলেট এর মত রাখী সারি সারি ভাবে সাজিয়ে বসে রয়েছেন রাখী বিক্রেতারা। তবে এখনও সেভাবে রাখী বিক্রি না হওয়ায় চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হাসপাতাল মোড় সহ বিভিন্ন বাজারের একই ছবি।
আরও পড়ুনঃ বন্ধ্যা রূপনারায়ণ! মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ
advertisement
রাখীবন্ধন উৎসব উপলক্ষে ব্যবসায়ীরা লাভের আশায় নগদ টাকায় বিক্রির জন্য বিভিন্ন ধরণের রাখী দোকানে রেখেছে। তবে সেভাবে ক্রেতার দেখা নেই। আর এতেই চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী গত কয়েকদিনের নিম্নচাপের ফলে বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টির হচ্ছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ
রাখীবন্ধন উৎসবের দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাখী বিক্রিতে সমস্যায় পড়েছেন রাখী বিক্রেতারা। তমলুকের এক রাখী বিক্রেতা জানান, ''স্টলে বিভিন্ন ধরনের রাখী রয়েছে কিন্তু ক্রেতার দেখা নেই। সন্ধ্যার পর বেশি রাখী বিক্রি হয়। কিন্তু বৃষ্টির কারণে সন্ধ্যের পর স্টল প্রায় ফাঁকাই থাকছে।\"
Saikat Shee