TRENDING:

Purba Medinipur: নিম্নচাপের দুর্যোগের প্রভাব রাখী বিক্রিতে

Last Updated:

এবার নিম্নচাপের দুর্যোগের প্রভাব পড়ল রাখীবন্ধন উৎসবে। নিম্নচাপের লাগাতার বৃষ্টির কারণে কার্যত ঘরবন্দী পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর : এবার নিম্নচাপের দুর্যোগের প্রভাব পড়ল রাখীবন্ধন উৎসবে। নিম্নচাপের লাগাতার বৃষ্টির কারণে কার্যত ঘরবন্দী পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা। এর প্রভাবেই মার খাচ্ছে রাখী বিক্রেতারা। বিভিন্ন ধরনের রাখীর পসরা সাজিয়ে স্টল খুললেও দেখা নেই ক্রেতার। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের লাগাতার বৃষ্টির কারণে করোনার দু'বছর পেরিয়ে এবারও রাখী ব্যাবসায় লাভের মুখ দেখছে না রাখী বিক্রেতারা। রাত পোহালে রাখী বন্ধন উৎসব কিন্তু স্টলে পড়ে রয়েছে অনেক টাকার রাখী। ফলে বিক্রেতারা কি করবে ভেবে উঠতেই পারচ্ছেন না! রাত পোহালেই রাখীবন্ধন উৎসব। ১১ আগস্ট বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে রাখীবন্ধন উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্বের এই বন্ধনে আবদ্ধ হবে আপমর ভারতবাসী। রাখী বন্ধন উৎসব ঘিরে বেশ কয়েকদিন আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় রাখীর স্টল দেখতে পাওয়া যায়। এবছরও তার ব্যতিক্রম নয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বিভিন্ন জায়গায় বসেছে রাখীর স্টল। বিক্রির জন্য এসেছে বিভিন্ন ধরণের রাখী।
advertisement

ছোট জন্য কার্টুনের ওপর রাখী, কোথাও আবার সমাজ সচেতনতামূলক রাখী, আবার কোথাও দেখা যাচ্ছে হাতের ব্রেসলেট এর মত রাখী সারি সারি ভাবে সাজিয়ে বসে রয়েছেন রাখী বিক্রেতারা। তবে এখনও সেভাবে রাখী বিক্রি না হওয়ায় চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হাসপাতাল মোড় সহ বিভিন্ন বাজারের একই ছবি।

আরও পড়ুনঃ বন্ধ্যা রূপনারায়ণ! মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ

advertisement

রাখীবন্ধন উৎসব উপলক্ষে ব্যবসায়ীরা লাভের আশায় নগদ টাকায় বিক্রির জন্য বিভিন্ন ধরণের রাখী দোকানে রেখেছে। তবে সেভাবে ক্রেতার দেখা নেই। আর এতেই চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী গত কয়েকদিনের নিম্নচাপের ফলে বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টির হচ্ছে।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ

advertisement

রাখীবন্ধন উৎসবের দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাখী বিক্রিতে সমস্যায় পড়েছেন রাখী বিক্রেতারা। তমলুকের এক রাখী বিক্রেতা জানান, ''স্টলে বিভিন্ন ধরনের রাখী রয়েছে কিন্তু ক্রেতার দেখা নেই। সন্ধ্যার পর বেশি রাখী বিক্রি হয়। কিন্তু বৃষ্টির কারণে সন্ধ্যের পর স্টল প্রায় ফাঁকাই থাকছে।\"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: নিম্নচাপের দুর্যোগের প্রভাব রাখী বিক্রিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল