Purba Medinipur: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ

Last Updated:

অবশেষে সরকারি জায়গায় থাকা রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলল প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত হওয়া শ্রমিক সংগঠনের অফিস ভাঙার কাজ সম্পন্ন করে প্রশাসন।

+
title=

#পাঁশকুড়া : অবশেষে সরকারি জায়গায় থাকা রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলল প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত হওয়া শ্রমিক সংগঠনের অফিস ভাঙার কাজ সম্পন্ন করে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় PWD রোডস এর জায়গা ঘিরে ওই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় গড়ে ওঠে। এই কার্যালয় গড়ে ওঠায় পিচ রাস্তা থেকে নিজের বাড়ী যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় গোলাম মহীউদ্দীন নামে এক ব্যক্তি। সবকিছু খতিয়ে দেখে হাইকোর্ট PWD রোডসের জায়গায় থাকা ওই দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেয়।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি PWD জায়গা শাসক দলের শ্রমিক সংগঠনের অফিস এবং তার সামনে প্রাচীর থাকায় কলকাতা হাইকোর্টের দারস্থ হন গোলাম মহিউদ্দিন।
আরও পড়ুনঃ রাখি তৈরীর মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দিব্যাঙ্গদের
এরপর হাইকোর্ট রায় দেয় শ্রমিক সংগঠনের অফিস যা সরকারি জায়গার ওপর অবৈধভাবে নির্মিত তা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু রবিবার প্রশাসনের তৎপরতায় ভাঙতে এলে বিক্ষোভের মুখে পড়ে। এরপর পুনরায় মামলাকারি গোলাম মইনুদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারপরেই মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পার্টি অফিস ভাঙা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গ্রামে গ্রামে রাস্তা বেহাল! ক্ষোভের বহিঃপ্রকাশে অভিনব উদ্যোগ!
এই প্রসঙ্গে পি ডাব্লু ডি অফিসার অমিত কুমার মাইতি বলেন, সেদিন একটা এলিগেশন ছিল, কিন্তু পুলিশ ফোর্স কম ছিল। সে দিন আটকাতে পারিনি। এদিন যতেষ্ট পুলিশ ফোর্স দিয়েছে তাই আমরা শান্তিপূর্ণভাবে পি ডব্লিউ ডি রোডসের জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement