শুধু নিজের বাধা গান নয় ছায়াছবির গান থেকে দেহতত্ত্বের গান আপন খেয়ালে ফুল বিক্রি করতে করতেই তিনি গান গেয়ে চলেন। তিনি প্রদীপ ঘোষ, কোলাঘাট ফুল মার্কেটের ফুল ব্যবসায়ী। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি ফুল ব্যবসা করছেন। গাঁদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল বেচাকেনা করেন তিনি। আর সেই সব ফুল নিয়েই গান বেঁধে গান করেন।
advertisement
আরও পড়ুন - শৈত্যপ্রবাহ থেকে ঝড়-বৃষ্টি, আবহাওয়ার মেজাজ খারাপ, ব্যতিব্যস্ত জনজীবন
পশ্চিমবঙ্গের হাওড়ার মল্লিক ঘাটের পর দ্বিতীয় সর্ববৃহৎ ফুল মার্কেট এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট। কোলাঘাট স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে যাওয়া যায় এই ফুল মার্কেটে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মার্কেট চলে দুপুর পর্যন্ত। এই মার্কেটে অতি পরিচিত একজন ফুল ব্যবসায়ী প্রদীপ ঘোষ। বাড়ির পাঁশকুড়া থানা এলাকার সাঁকটিগরী গ্রামে। শীত গ্রীষ্ম বর্ষা সব দিনে তিনি বাজারে ফুল নিয়ে বসেন।
আরও পড়ুন - গুরু কেলুচরণ মহাপাত্র স্মরণে দর্পণির শাস্ত্রীয় নৃত্যের উৎসব শহরে
কখনও রজনীগন্ধা, কখনও বা গোলাপ আবার কখনও চন্দ্রমল্লিকা সহ রংবেরঙের ফুল নিয়ে ভোর থেকে দুপুর পর্যন্ত কোলাঘাট ফুল মার্কেটে বিক্রি করেন। এর পাশাপাশি তিনি নিজের আপন খেয়ালে গান বাধেন আর গান করেন। শুধু নিজের বাধা গান নয় দেহতত্ত্ব বা পুরনো দিনের ছায়াছবির গান ফুল বিক্রি করতে করতেই তিনি গেয়ে চলেন। আর তার গান শুনে আনন্দ পায় পাশের অন্যান্য ফুল বিক্রেতারা। এরকমই এক ফুল বিক্রেতা বলাই দাস জানান, 'প্রদীপ ঘোষ গান শুনিয়ে আমাদের একঘেয়েমি কাটায়। ভোর থেকে দুপুর পর্যন্ত ফুলের বেচাকেনার মধ্যে ওর গান মনকে আনন্দ দেয়। শুধু বাজারে বসে নয়। বাড়ি ফেরার পথেও ওর গান আমরা শুনতে পাই।'
প্রদীপ ঘোষ জানিয়েছেন গানের তালিম তিনি কোন বয়সেই কারো কাছ থেকে নেয়নি। নিজের খেয়ালে গান বাধে আর গান গায়। নিজের লেখা গানের সংখ্যা প্রায় পঞ্চাশটির ওপর। রাস্তায় যাতায়াতের পথে কোন কিছু মনে ধরলেই তা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে এই গান বাধেন। কোলাঘাট ফুল মার্কেটের উপর তিনি গান বেধেছেন। ফুল কিনতে আসা মানুষজনকে সেই গান তিনি শোনান।
Saikat Shee